না ভাই। জেনারেল কিছু কথা লিখেছি। উদাহরন দেবার সময় একটা ঘটনা প্রথম মনে পড়েছে তাই ওটাই দিয়েছি।
- কিন্তু স্টেটাস পড়ে তো স্পষ্ট বুঝা যাচ্ছে উনাকে ইন্ডিকেট করেই লিখেছেন।
উহু। উনার সম্পরকে আমার ভালো ধারনা আছে।
- মানে বলছেন যা বলা হচ্ছে সব মিথ্যা?
না সেটা বলছি না। বলছি যা বলা হচ্ছে তার মাঝে উনার দোষ খুজে পাচ্ছি না।
- এই সব কি বলছেন? দানের টাকা মেরে দেয়াকে কিভাবে সমর্থন করেন?
ওকে। যেহেতু প্রসংগ তুলেছেন তাই একটা একটা করে ডিফেন্ড করছি।
দানের টাকাটা তোলা হয়েছিলো কিসের জন্য? যতটুকু বুঝেছি, সরকারী হেরেসমেন্টে বিপদগ্রস্থ-দরিদ্র ভাইদের জন্য। ঠিক?
এখন উনার কম্পানিও উনি চালাচ্ছিলেন এই সকল বিপদগ্রস্থ ভাইদের সাহায্যের জন্য। তাই কেউ যদি মনে করেন এই টাকা নিঃস্বার্থ ভাবে দান করার বদলে কম্পানিতে চাকরিরত এই বিপদগ্রস্থ ভাইদের বেতন দিয়ে সাহায্য করবেন, কারন এটাও কম্পানির একটা উদ্দ্যেশ্য, তবে উনার পয়েন্ট অফ ভিউ আমি দেখতে পারি।
প্লাস উনি নিজেও বার বার জেল থেকে বেরিয়ে বিপদে ছিলেন। নিজের জন্যও যদি এখান থেকে উনি টাকা নেন, তবে আমি দোষ দিতে পারি না।
আমি নিজে এরকম হয়তো করবো না। কিন্তু কেউ করলে তাকে বিশাল দোষ দেবো না।
- মানে.....?
মানে বলছি, উনি যদি কম্পানির ইনভেষ্টমেন্টের টাকা মেরে দিতেন তবে এটা উনার বিশাল দোষ ধরতাম। কিন্তু দানের টাকা কম্পানির জন্য খরচ করাকে অন্যরা যত বিরাট অপরাধ হিসাবে দেখছে আমি এই কারনে তত বড় করে দেখতে পারছি না।
- কিন্তু কম্পানির টাকাও তো উনি মেরেছেন।
না এটা ভুল কথা। উনি টাকা চুরি করেছেন এই কথা কেউ বলছে না। এই দাবি উনার বিরুদ্ধে যারা অভিযোগ এনেছে তারাও করে নি।
- কিন্তু সবাই তো তাই বুঝছে।
ওয়েল, ছেলেপেলেরা হয় আপনাকে মাথায় তুলে হিরো বানিয়ে নাচবে, নয়তো পায়ের নিচে ফেলে ভিলেন বানিয়ে পিষবে। এর মাঝা-মাঝি কিছু হতে পারে, সেটা তারা বুঝে না। এটা understandable. ঐ বয়সে হয়তো আমরাও এরকম ছিলাম।
- তাহলে উনার বিরুদ্ধে অভিযোগ কি ছিলো?
অভিযোগ ছিলো উনি ইনভেষ্টমেন্টের টাকা যেভাবে খরচ করা উচিৎ ছিলো সেভাবে করেন নি।
- তাহলে এটাকে কিভাবে দেখেন?
দেখেন, যে কোনো কম্পানির CEO কে বিশাল স্বাধিনতা দেয়া থাকে, কম্পানির জন্য যেটা বেষ্ট সেটা করার জন্য। তা না হলে উনি কাজ করতে পারবেন না। যদি উনার কাজ পছন্দ না হয় তবে ইনভেষ্টরদের উচিৎ মাইক্রোমেনেজ না করে বরং CEO বদলিয়ে ফেলা।
উনি কম্পানির ভবিষ্যতের প্রফিটের জন্য যা করেছেন সেটা করার অধিকার উনার ছিলো বলে আমি বিশ্বাস করি।
- কিন্তু লেপটপ, মটর সাইকেল....
এগুলোও কম্পানির জন্য করেছেন। প্রেজেন্টেশনের জন্য Mac দরকার। এবং হার্ডওয়ার কম্পানিতে ইনভেষ্টমেন্ট একটা বড় জিনিষ। এজন্য ইনভেষ্টরদের কাছে প্রেজেন্টেশনের জন্য Mac না হলে চলতো না। দুই লাখ টাকা দাম হলেও, এটাকে আমি বড় কোনো দোষ মনে করছি না।
আর দামি মটর সাইকেল উনি কিনেছেন কিছুটা প্রেজেন্টেশন এবং কিছুটা দৌড়াদৌড়ির জন্য। দুটোই কম্পানির ভবিষ্যতের জন্য। আর খুব যে দামি কিনেছেন তাও মনে করি না।
এর পর হার্ডওয়ারে দামি কম্পোনেন্ট উনি ব্যবহার করেছিলেন প্রোডাক্টটা খুব ভালো করার জন্য। এটা হয়তো বেক ফায়ার করেছে। তবে in his shoes বলে একটা কথা আছে। ঐ সময়ে ঐ জায়গায় দাড়িয়ে উনি যেই স্বিদ্ধান্তটাকে বেস্ট মনে করেছিলেন সেটা দিয়েছেন। সমালোচনাকারীরা এর রেজাল্ট দেখে পরবর্তিতে সমালোচনা করছে।
- তাহলে ইনভেষ্টরদের অভিযোগ কি?
তাদের অভিযোগ হলো তাদের টাকা মার গিয়েছে। কিন্তু ইনভেষ্টমেন্ট মানেই যে নিশ্চিৎ প্রফিট তা না। প্লাস হার্ডওয়ার কম্পানিতে ইনভেষ্টমেন্ট যে রিস্কি সেটাও তাদের বুঝা উচিৎ ছিলো।
ব্যবসায় লাভ, লস আছে। তারা লস করেছে, এখন এটা মেনে নিতে হবে।
- আপনি তাহলে বান্দা রেজার কোনো দোষ দেখছেন না?
আছে। উনার একটা দোষ ছিলো ছাত্রদের থেকে টাকা নেয়া। ছাত্ররা খুব সহজে মেনিপুলেটেড হয়। যাই বুঝাবেন তাই বুঝবে। যদি বলেন "জীবন দিয়ে আসো খোদার কসম তুমি জান্নাতে যাবে" তবে দৌড়ে গিয়ে জীবন দিয়ে আসবে।
তাই তাদের দোষ আমি দেখছি না। দেখছি আমরা বড় যারা তাদের মেনিপুলেট করছি তাদের দোষ।
বান্দা রেজা এই দোষে দোষি ছিলেন কিনা সেটা উনার কাছের লোকেরা বলতে পারবে। আমি উনাকে চিনি না। কখনো দেখা হয় নি। বা উনার সার্কেল বা দলের সাথেও সম্পৃক্ত না।
- তাহলে, জানেন না, চিনেনও না, আপনার কোনো সার্থ নেই তার পরও এত বড় বড় কথা বলছেন কেন?
না মানে, আপনি জিজ্ঞাসা করলেন তাই। :-)