মৃতের জন্য বিলাপ-কান্নাকাটি করা প্রসংগে:
১
উমর (রাঃ) হতে বর্নিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যাক্তিকে তার পরিবারবর্গের রোদন বিলাপের কারণে কবরে শাস্তি দেয়া হয়।
[ সহীহ মুসলিম - ২০১৫ ]
২
উমর (রাঃ) আহত হলে হাফসা (রাঃ) কাঁদতে লাগলেন। উমর (রাঃ) বললেন, হে কন্যা! থেমে যাও, তুমি কি জানো না, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যাক্তিকে তার পরিবারবর্গের কান্নাকাটির কারণে শাস্তি দেয়া হয়।
[ সহীহ মুসলিম - ২০১৪ ]
৩
উম্মে আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের থেকে বায়আত গ্রহণকালে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছিলেন, "আমরা যেন বিলাপ না করি" কিন্তু এ অঙ্গিকার পাঁচজন মহিলা ব্যতীত কেউ পূর্ণ করেনি। তারা হলেন, উম্মে সুলায়ম, উম্মুল আ'লা, আবূ সাবরার মেয়ে মু'আযের স্ত্রী বা আবূ সাবরার মেয়ে ও মুআযের স্ত্রী।
[ সহীহ মুসলিম - ২০৩৪ ]
- Comments:
- Bot গুলোর কথা বলছেন, নাকি এই টেবিলগুলো? এই টেবিলগুলো যে তথ্য আছে সেটা alexa তে গেলে অন্যরাও পাবে। গোপন কিছু না। Bot গুলো যখন দেখি তখনই ব্লক করে দেই। আজকে যেমন একটা করলাম।