Post# 1462032143

30-Apr-2016 10:02 pm


মানুষ সাধারনতঃ নিজের অরিজিনাল ছবি ফেসবুকে ব্যবহার করলে, আরেকজনের পোস্টে ট্রল করতে যাবার আগে দুইবার ভাবে।

তাই নিজের ছবি বসিয়েছিলাম নিজেকে কন্ট্রোল করার জন্য।
টেকনিকটা কিছু দিন কাজ করেছে। এর পর যেই সেই।

তাই আবার ফেক ছবি নিয়ে এলাম। "মুরুব্বি মানুষ কি উল্টা পাল্টা বকছে" --- এরকম শক যেন মানুষ না খায়। :-P

___
পলিটিক্যল ব্যপার নিয়ে বেশি কপচালে তেতো হয়ে যায়। তাই পলিটিক্স বাদ দিয়ে অন্য কিছু নিয়ে পোস্ট দিতে হবে।

অলটারনেট এখন আছে এগুলো:

১। নারমাল ঘটনা funny করে বর্ননা করা। এটা সেলিব্রিটে হবার অব্যর্থ ঔষধ। তবে সত্য ঘটনার সাথে সামান্য কিছু, যেমন ১০%, মিথ্যা মিশাতে হয়। :V

২। সাইন্স নিয়ে লিখা। কিন্তু বিজ্ঞান মনস্কদের কল্যানে মানুষ এখন "সাইন্স" শুনলেই ভয় পায়।

৩। বর্তমান যুগের বিতর্কিত বিষয়গুলোর উপর আদি তফসিরের কিতাবে কি আছে সেগুলো অনুবাদ করে জানিয়ে দেয়া। এটা ভালো এই সেন্সে যে আরবী প্রেকটিস হয়। খারাপ হলো, "প্রথমে তারা আপনাকে শায়েখ ট্যগ দিবে, তার পর তারা আপনাকে আক্রমন করবে" সিম্পটম। আসিফ সিবগাতের যে অবস্থা। :-D

৪। আথবা, সুফিজমের উপর পড়ালেখা পোস্ট চালিয়ে যাওয়া। এটাতে উপকার মূলত শুধু নিজের।

তাই নেক্সট কোন পথে যাবো সেটা চিন্তা করছি।

    Comments:
  • নামাজ ঠিক রাখতে হবে। এর পর অলসতা না করে পরিশ্রম করে যেতে হবে। এর সাথে কিছু দোয়ার মিক্স।

    এর পর যে বিপদ-কস্টগুলো আসবে সেগুলোতে ধর্য্য। বেসিকেলি এটা।

  • মৃত লোকদের example করতে হয়। জীবিতদের না। কারন জীবিতদের পথভ্রস্ট হবার সম্ভাবনা আছে মৃত্যুর পূর্ব পর্যন্ত। মৃতরা সেই স্তর পার হয়ে এসেছে।

30-Apr-2016 10:02 pm

Published
30-Apr-2016