Post# 1461973620

30-Apr-2016 5:47 am


আসিফ সিবগাতের বিরুদ্ধে rage টা বুঝতে পারছি না।

"উনি নববর্ষের বিরুদ্ধে নিরুৎসাহিত করেন নাই"

- হুম। উৎসাহিত করেছেন?

  • না।
  • নিরুৎসাহিত করেছেন?
  • তাও না।
  • সেজন্য খারাপ?

    ___
    "সেকুলারদের বিরুদ্ধে কিছু বলেন না, মুসলিমদের বিরুদ্ধে বলেন"

    ভেলিড পয়েন্ট।

    আমি খেয়াল করে দেখলাম অমি নিজেও হিন্দুদের আচার কালচার নিয়ে কিছু বলি না, শুধু মুসলিমদের কাজ কর্ম নিয়ে বলি।

    সবাইকে সব ব্যপারে বলতে হবে, এটা জরুরী না। যে ব্যপারে যে যা বলছে সেটা ঠিক না বেঠিক সেটা হলো প্রশ্ন।

    ___
    "উনি শাতিমির রাসুল জনিত হত্যাকান্ডের বিরুদ্ধে"

    উনার লিখায় হুদুদ জনিত হত্যাকান্ডের বিরোধিতা দেখতে পারছি। কিন্তু শাতিমির রাসুল নিয়ে সরাসরি কিছু বলেন নি।

    কিন্তু আমরা সবাই ধরে নিয়েছি এটা ইমপ্লাইড। ব্যখ্যাটা আমাদের, উনার না।

    ___
    On the other side:

    জামাতে ইসলামি এবছরও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে।

    লুৎফুর ফারাজি সাহেব শাতিমির রাসুল এর বিষয়ে ওয়েব সাইটের ফতোয়ায় লিখেছিলেন "এ ব্যপারে জনগন বিচার নিজের হাতে না নিয়ে বরং সরকারের কাছে মৃত্যুদন্ডের দাবী তুলতে হবে" এধরনের কিছু। যেটা নিয়ে এর পর জাভেদ কায়সার ভাই উনাকে ফোন করে এ বিষয়ে উনার সাথে কথাও বলেছিলেন। কোনো এক সময়ে।

    কিন্তু ঐ সব নিয়ে ইন্টারনেট তখন ভেঙ্গে পড়ে নি, যেটা এখন হচ্ছে।

    ___
    তাহলে আমি কি উনার সাথে একমত?

    উনার লিখার মূল পয়েন্ট ছিলো, "এগুলো নিয়ে আমাদের খুশি হওয়া উচিৎ না"। এ ব্যপারে অমি দ্বিমত। আমি খুশি।

    কিন্তু এটাকে earth shattering কোনো disagreement মনে করি না।

    উনাকে পথভ্রস্ট মনে করবো যখন দেখবো উনি মাওলানা ফরিদউদ্দিন মাসুদের পথ ধরেছেন। সেটা এখনো বহু দূর।

    ____
    Conclusion?
    এসব নিয়ে ঘাটাঘাটি না করে আমাকে আমার কাজে ব্যস্ত হতে হবে। আসিফ ভাইকে আসিফ ভাইয়ের কাজে। এবং ইসলামিস্টদের ইসলামিস্টদের কাজে।

    যেটা যার কাজ।
    যদি ভুল ধরাই কারো কাজ হয়, well then be it. যে যেটাকে সোয়াবের মনে করে।

    30-Apr-2016 5:47 am

  • Published
    30-Apr-2016