Post# 1461838098

28-Apr-2016 4:08 pm


রাস্তার ডানে:

কোনো এক সময় ব্যপারগুলো হয়তো শাতিমির রাসুল ছিলো।
কিন্তু এখন রিলেশনটা ডাইরেক্ট না। লতায় পাতায়।

পাকিস্তানে মুমতাজ কাদরী যাকে হত্যা করেছে, সে ব্যক্তি নিজে রাসুলুল্লাহ ﷺ কে অবমাননা করেন নি। তবে অবমাননার আইনের বিরোধি ছিলেন।

তাই সম্পর্কটা এখন "অবমাননাকারীর সমর্থনকারী"তে গিয়ে ঠেকেছে।
হয়তো একসময় "সমর্থনকারীর সমর্থনকারী"র দিকে যাবে।

তাহলে এখন পার্থক্যকারী দাগটা কোথায় টানতে হবে?
কখন মানুষ বলবে "সে আসলে হয়তো শাতিমির রাসুলের দোষে দোষি না।"

এবং কথাটা কে বলবে?
এই বিচারের দায়িত্বটা কার?
প্রত্যেকের? যে যার বুঝ মত কাজ করবে? যে যাকে শাতিমির রাসুলের দোষে দোষি মনে করে?

এবং, এ ব্যপারে একজনের রায় বা অন্যজন মানবে কেন?

____
রাস্তার বামে:

ধরেন, এলাকায় কোনো এক সন্ত্রাসী মারা গিয়েছে।
সবাই খুশি।

- কিন্তু এই সন্ত্রাসীকে যে অবৈধ ভাবে মারা হলো? সেটার কি হবে?

  • কেউ কেয়ার করবে না। রিগার্ডলেস, সবাই খুশি।

    - সন্ত্রাসী মারা কি তাহলে সোয়াবের কাজ বলছেন?

  • হুদুদ implement করা জনগনের কাজ না। এটা প্রশাসনের কাজ।

    - আপনার কাছে যদি কেউ বলে আমি সন্ত্রাসী মারতে যাচ্ছি, আপনি তাকে উৎসাহ দেবেন?

  • না দেবো না। নিষেধ করবো।

    - তার পরও বলবেন, তাকে যে মারা হলো সে জন্য আপনি খুশি?

  • হ্যা। সন্ত্রাসীর মৃত্যুতে আমি খুশি।

    ____
    রাস্তার মাঝে:

    রাস্তার মাঝ দিয়ে পথ খুজে আমরা চলার চেস্টা করছি।
    এর একদিকে আগুন।
    অন্যদিকে বরফ।

      Comments:
    • কিন্তু সমস্যা হলো ভাই, রেজাল্টের দিন যদি দেখি পরিক্ষায় ভুল করেছি, তবে ফিরে এসে দ্বিতীয়বার কারেক্ট করার সুযোগ নেই। জীবন যেহেতু একটা। Ashraful Alam
    • (Y)
    • এবং মেইন রোডের সাইডের অলিতে গলিতেও।
    • এটা কি অটোমেটিক পোস্ট হয়েছে?

    28-Apr-2016 4:08 pm

  • Published
    28-Apr-2016