Post# 1461776115

27-Apr-2016 10:55 pm


একটা মোবাইল কিনতে হবে। এন্ড্রইড।

মিনিমান প্রয়োজন হলো ১। জাইরোস্কোপ, ২। কম্পাস আর ৩। কুইক চার্জ।

সবচেয়ে কম দামে নেটে যেটা পেলাম সেটা হলো এটা।

Xiaomi Redmi 3
http://www.gsmarena.com/xiaomi_redmi_3-7862.php
Tk. 14,500

Negative হলো

  • MIUI, এটা এন্ড্রইডের একটা চাইনিজ ক্লোন। রেস্ট্রিকটেড।
  • গরিলা গ্লাস নেই। কাচ ভেঙ্গে যাবে হাত থেকে পড়লে।
  • ডিসপ্লেটা AMOLED না। বরং IPS LCD.
  • ব্যরোমিটার নেই।
  • OTG নেই। কিবোর্ড, পেনড্রাইভ লাগানো যাবে না।
  • স্টেরিও স্পিকার নেই।
  • NFC chip নেই।

    কিনবো কি কিনবো না ডিসিশন নিতে হবে ১ দিনের মাঝে।

      Comments:
    • জাইরোস্কোপ, কম্পাস লাগবে আকাশে নতুন চাদ খুজে পেতে। মোবাইল বলে দিবে আকাশের ঠিক এই জায়গায় চাদ দেখা যাবে, যদি দেখা যায় আজকে।
    • বাজেট বাড়ানোর স্কোপ আছে।
    • Informative Mohammad Ziaul Hoque. বুঝলাম Xiaomi কিনলে এক দিন সময় নিয়ে ROM flash করে ব্যবহার করতে হবে।
    • Right. মিনিমাম এই তিনটা হলেই হলো। প্রথমে যে তিনটা লিখেছি।
    • ছবিতে এই ভদ্রলোক যে কাজে iPad ব্যবহার করছে সে জন্য জাইরো আর কম্পাস দুটোই লাগবে। :-P
    • 32 GB মডেলটা কিনেছেন নাকি 16 GB?
    • প্রথম দুটো ফোনের দাম হলো ২৮ হাজারের এরাউন্ডে। spec দেখবো এখন।
    • Galaxy S5 হলো ৬০ হাজার টাকা। O:)

    27-Apr-2016 10:55 pm

  • Published
    27-Apr-2016