সন্তানদের জন্য উপদেশ:
আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না।
শয়তান যেন তোমাকে এই ধোকায় না ফেলে যে "তাকে তো রব হিসাবে মানছি না! মাথা নিচু করতে দোষ নেই।"
মূর্তিকে সিজদা করে ঈমান হারানোর জন্য ঐ মূর্তিকে খোদা মানার দরকার নেই। শুধু সিজদা করলেই হলো।
___
কাউকে সালাম দেবার সময় তাকে সম্মান দেখিয়ে মাথা সামনের দিকে ঝুকিয়ে "নড" করবে না। উল্টো মাথা স্বাভাবিকের থেকে উচু করে সালাম দিবে। যেন একটুও ঝুকানো না হয়।
কুংফু ক্যরাতে অনুশিলনের সময় একজন অন্যজনকে নড করে। তুমি যদি কখনো শিখও তবুও নড করবে না। সম্মান দেখানোর দরকার হলে পশ্চিমাদের মত স্যলুট করবে। যে যাই মনে করুক, কেয়ার করবে না।
___
হিন্দুদের পুজা উৎসব দেখার জন্য কখনো তাদের অনুষ্ঠানে যাবে না। মূর্তির রং, আলো, ডাক, স্তুতি বাক্য শুনে যদি মূর্তির প্রতি তোমার অন্তরে বিন্দু মাত্র ভক্তি আসে, তোমার অন্তর থেকে ঈমানের একটা বড় অংশ চলে যাবে।
এই ভক্তি প্রকাশ করার দরকার নেই। অন্তরে আসলেই শেষ।
___
পীরদের মাজার জিয়ারতের জন্য কখনো যাবে না। দরকার হলে দূর থেকে তাদের জন্য দোয়া ইস্তেগফার করবে। কাছে গেলে খাদেমরা তোমার পিঠে ধাক্কা দিয়ে তোমার কপাল মাটিতে ঠুকিয়ে দিতে পারবে।
রাস্তায় আছাড় খেয়ে কপাল মাটিতে ঠেকালে তুমি ঈমান হারাবে না।
তবে মাজারে গিয়ে আছাড় খেয়ে কপাল মাটিতে ঠেকালে তোমার এর পরবর্তি জীবন এর আগের মত হবে না।
এখানে আছাড় খাওয়াটা তোমার দোষ না। মাজারে যাওয়াটা ছিলো তোমার দোষ।
___
ঈমান এক বড় সম্পদ। আল্লাহ তায়ালা যাকে চান তাকে এটা দান করেন।
এর কদর করবে।
#HabibAdvice