যখন ছোট ছিলাম তখন বাপে বলতো: "রফিক সাহেবের বাচ্চারা কত সুন্দর লেখা পড়া করে ভালো রেজাল্ট করছে, আর তুমি?"
রফিক সাহেব আর তার বাচ্চাদের শত্রু মনে করতাম। তাদের জন্য ধমক খেতে হয় যে :-P আর স্বপ্ন দেখতাম একদিন বড় হলে এই সব কথা শুনতে হবে না।
___
এখন ৩০ বছর পর। বাচ্চাদের মা বলে, "শিবলি মেহদি ভাই তার বাচ্চাদের কত সুন্দর ট্রেনিং দিয়ে দিয়ে বড় করছে, আর তুমি?"
ইয়া কিড। এখন কি তবে নতুন করে শত্রু বানাতে হপে?
___
"পজিটিভলি চিন্তা করতে পারো না? সব কিছু এত নেগেটিভলি দেখো কেন?"
~ জনৈকের স্ত্রী।