(Collected)
সুফি হওয়ার সর্বপ্রথম ৩টি ধাপ।
এক. অনাহারে থাকা ।
অনাহারে বলতে তাকে ক্ষুধার্ত থাকতে হবে। কারণ মানুষের যখন উদর পূর্ণ থাকে তখন ধর্মের কথা তার ওপরে কোনো প্রভাব ফেলতে পারে না। ক্ষুধার্ত অবস্থায় কোনো বিষয় যতোটা আত্মস্থ করা যায় পূর্ণ উদরে তার সিকিভাগও আত্মস্থ হয় না।
ফাতাওয়ায়ে তাতারখানিয়ায় বলা হয়েছে, ভরাপেটে ওয়াজকারীর ওয়াজে শ্রোতাদের ওপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না। তেমনি ভরাপেটে ওয়াজ শোনে যে শ্রোতা, তার ওপরও নসিহত কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না।
ইমাম গাজ্জালি রহ. বলেন, যে ব্যক্তি দু’বেলা খাবার খায়, সে কখনো ক্ষুধার কষ্ট বুঝতে পারে না। আর যে ক্ষুধার কষ্ট অনুভব করেনি, সুফিত্ব তার জন্যে নয় ।
মানুষের যখন উদর পূর্ণ থাকে তখন তারা ধর্মকে তামাশার বস্তু বানিয়ে ফেলে।
দুই.
নেক আমল হোক বা না হোক, কোনোভাবেই গোনাহের কাজ করা যাবে না ।
তিন. কোনো সৃষ্টিকে কষ্ট না দেয়া ।
মানব প্রজাতি থেকে শুরু করে সমস্ত সৃষ্টির প্রতি ভালোবাসাই আল্লাহর রঙে রঙিন হওয়ার প্রধান উপায়।
___
শেষে একটা নোট: এসব পোস্ট দেবার অর্থ এই না যে আমি এসব করি। বরং একজনের ফেসবুকের পোস্ট আর তার ব্যক্তিগত জীবনে আকাশ পাতাল পার্থক্য থাকতে পারে। -হাবীব।