"মুসলিমদের থাকতে হবে স্ট্রংগ।", তাই কেউ মাথা উচু করে হাটে।
"আমি জানি আমার পাপের বোঝা কত বড়", তাই কেউ থাকে মাথা নিচু করে।
"মানুষের কাছে নিজের বিপদাপদের কথা প্রকাশ করতে হয় না", তাই কেউ নিজের মুসিবতের কথা গোপন করে।
"আমার মা হাসপাতালে, সবাই দোয়া করবেন প্লিজ", তাই কেউ দোয়া চাইতে প্রকাশ করে।
"দাড়ি লম্বা করা হুকুম", তাই কেউ দাড়ি লম্বা রাখে।
"আমার আব্বা ছোট করার হুকুম দিয়েছে", তাই কেউ ফ্রেঞ্চকাট রাখে।
___
মত, বুঝ আর পথের অনেক পার্থক্য আছে।
তবে দিনের শেষে যেটা সবচেয়ে বেশি কাজে আসবে, সেটা হলো "তাকওয়া"।।