৮০ এর দিকে দেশের তরুমুজ ছিলো গাড় সবুজ রংয়ের। এর পর হালকা সবুজ রংয়ের বিদেশি তরমুজ চাষ হওয়া আরম্ভ হয়। দেশি তরমুজের থেকে বিদেশি তরমুজের দাম বেশি। কয়েক বছরের মাঝে দেশি তরমুজ চাষ বন্ধ হয়ে যায়। সবই বিদেশি জাতের।
৩০ বছর পর। দুচারটা গাড় সবুজ রংয়ের তরমুজ আসে বাজারে। চাহিদা বেশি, দাম বেশি, লাভও বেশি। পরের বছর হালকা সবুজ তরমুজের চাষের পরিমান কমে যায়। এই বছর ঐ পুরানো তরমুজ আর বাজারে দেখলাম না। সবই গাড় সবুজ রংয়ের।