Post# 1461002952

19-Apr-2016 12:09 am


নকল ডিম বলে কিছু নেই। সব ডিমই আসল।

ক্যমিক্যল দিয়ে কেউ নকল ডিম তৈরি করলে, সেখানে আসল ডিমের থেকে খরচ বেশি পড়বে। এবং সেটা রান্না করা যাবে না। কারন ক্যমিক্যল সিদ্ধ করলে শক্ত হয় না। এবং খেতে লাগবে প্লাস্টিক অথবা লোহার মত।

তাই "আসল ডিমের সাথে পার্থক্য বুঝা যায় না" বলে যত ডিম দেখানো হোক, সবই আসল ডিম।

কিছু কিছু hoax এমন ভাবে যুক্তি যুক্ত মনে হয় যে সেটা অবিশ্বাস করা টাফ। এই ভিডিওতে যেমন এক পোল্ট্রি বিজ্ঞানি বলছেন কিভাবে নকল ডিম তৈরি হয়।

তারা এত সব কিছু প্রমান দেবার পরও আমি বলছি, নকল ডিম বলে কিছু নেই। সব ডিমই আসল ডিম।

এর পর যে যেটাকে বিশ্বাসযোগ্য মনে করে সে সেটাকে বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক। :-D

https://youtu.be/DUSyMgzzaeE

19-Apr-2016 12:09 am

Published
19-Apr-2016