[ নিচে "মারফতি" কথাবার্তা। "আরেফ" ছাড়া অন্যরা স্কিপ করে যান :-P ]
ভুমিকম্প হটাৎ বেড়ে গিয়েছে।
বলকানে রাশিযা আমেরিকার ঠোকা ঠুকি বেড়েছে।
ভারতে চলছে আরএসএসের মসজিদ ভাঙ্গার মহোৎসব।
বাংলাদেশের পাসপোর্ট, এয়ারপোর্ট সব ভারতীয়দের দখলে।
পাঞ্জেরিকে এখন আর সময় জিজ্ঞাসা করি না।
মানুষ যা আশংকা করছিলো, ঘটনা সে দিকেই যাচ্ছে।
দিক না বদলিয়ে, বরং গতি বাড়িয়ে দিয়ে।
আর কয়েকটা বছর সময় পাবো?
নাকি ভেঙ্গে পড়া আরম্ভ হবে তার আগেই?
- Comments:
- এই ভিডিওটা আমিও শেয়ার করেছিলাম।
- এই ভিডিওটা অনেক পুরানো। পাচ ছয় বছর আগে দেখেছি। এর পর অনেক বার দেখেছি। তাই শেযার করি নি। জাজাকাল্লাহ।