Post# 1460869201

17-Apr-2016 11:00 am


আজকে ভুমিকম্প হয়েছে দক্ষিন আমেরিকার ইকুয়েডরএ, ৭.৮ মাত্রার। সন্ধায় আঘাত হেনেছে। এখন পর্যন্ত ৪০ জন নিহতের খবর।

এদিকে গতকালের জাপানে ভুমিকম্পে এখন পর্যন্ত ৪০ জন নিহত আর দেড় হাজার আহত হবার খবর এসেছে।

কিছু ভুয়া নিউজ সাইট বলছে "বাংলাদেশে ৪৮ ঘন্টার মাঝে পাচটি ভুমিকম্প হবে।" -- এটা বানোয়াট নিউজ। ভূমিকম্পের এরকম দিন ধরে পূর্বাভাস দেয়া যায় না।

17-Apr-2016 11:00 am

Published
17-Apr-2016