"Nobody actually creates perfect code the first time around, except me. But there’s only one of me.”
- Linus Torvalds, 2007
- Comments:
- TesseractOCR এর কোয়ালিটি সেম্পল দিলাম এখানে
-
- আল-বিদায়া ওয়াননিহায়া ১৯
বিস্তৃত, অবতরণ স্থল প্রশস্ত কিস্তৃ পালানাের পথ সংকীর্ণ৷ রোমান বাহিনীর সেনাপতি ছিল তার ভাই ‘তযােরুক'৷ অগ্রবাহিনীর অধিনায়ক জু_রজাহ্'৷ দৃপড়ার্শ্ব বাহিনীর অধিনায়ক মাহান ও দারাকিম৷ মধ্য বাহিনীর অধিনায়ক কায়কালান৷
মুহাম্মদ ইবৃন অইিয বলেছেন, আবদুল আ লা সুত্রে সাঈদ ইবৃন আবদুল আযীয থেকে যে, ইয়ারমুক যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল চব্বিশ হাজার৷ সেনাপতি ছিলেন আবু ঊবায়দাহ্৷ রোমানদের সৈন্য ছিল এক লক্ষ বিশ হাজার৷ ওদের সেনাপতি মাহান ও সাকলাব৷
- ইবৃন ইসহাকও অনুরুপ উল্লেখ করেছেন যে, সেদিন রোমানদের সেনাপতি ছিল সাকলাব খাসী৷ তার অধীনে ছিল এক লাখ সৈন্য৷ সম্মুখ বাহিনীর অধিনায়ক ছিল জুরজাঘৃ৷ তার অধীনে ছিল ১২ হাজার আর্মেনীয় সৈন্য৷ আরব খ্রিস্টানদের নেতৃত্বে ছিল জাবালাহ্ ইবৃন আয়হাম৷ তারা ছিল সংখ্যায় ১২ হাজার৷ মুসলিমদের মোট সৈন্য সংখ্যা ছিল ২৪ হাজার মাত্র৷ মুসলমানপণ তা সত্বেও প্রচণ্ড যুদ্ধ করে রোমানদের বিরুদ্ধে -৷ পুরুষ যােদ্ধাদের সমর্থনে মুসলিম মইিলারাও যুদ্ধে অংশ নেন এবং প্রচণ্ড যুদ্ধ চালিয়ে যান৷
ওয়ালীদ ..... আবদুর রহমান ইবৃন জুৰায়র থেকে বর্ণিত যে, মাহান আরমানীর নেতৃত্বে রোমান সম্রাট হিরাক্লিয়াস দুই লাখ সৈন্য প্রেরণ করেন৷ সায়ক বলেন, রোমানগণ অগ্রসর হলো৷ ইয়ারমুকের নিকটবর্তী ‘ওয়াকওয়াসা' নামক স্থানে এসে তারা শিবির স্থাপন করে৷ ওই ময়দানে তারা পরিখ৷ খনন করে৷ অতিরিক্ত সৈন্য সাহায্য চেয়ে এবং ইয়ারমুকে খ্রিস্টান সৈন্য সমাবেশের সংবাদ জানিয়ে সড়াহাবিগণ খলীফার নিকট দুত পাঠান৷ খলীফা এই মর্মে খালিদ ইবৃন ওয়ালীদকে চিঠি লিখবেন যে, তিনি যেন ইরাকে অন্য কাউকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজে সেনাবাহিনীসহ দ্রুত ৩সিরিয়া গিয়ে পৌঁছেন৷ ওখানে গিয়ে তিনিই হবেন যুদ্ধের সর্বাধিনায়ক৷ তিনি মুছান্ন৷ ইবৃন হা৷রিছাকে ইরাকের শাসনকর্তা নিযুক্ত করে দ্রুত ৩সিরিয়ার পথে যাত্রা করেন৷ তাঁর সাথে ছিল নয় হাজার পঁাচশ মুসলিম সৈন্য৷ রাফি ইবৃন ঊমায়রা তাঈ হলো পথপ্রদর্শক৷ সে অগ্রসর হতে লাগল পাহাড়ী পথে"৷ তারা এসে পৌঁছলেন ‘কারাকির’ অঞ্চলে৷ পথপ্রদর্শক রাফি‘ এমন পথে চলছিল যে পথে ইতোপুর্বে কেউ আসেনি৷ তাঁরা পাহাড়-পর্বত, মরুভুমি, ধু-ধু ময়দান, পাছ-পাছড়া বিহীন বিরান ভুমি অতিক্রম করে যাচ্ছিলেন৷ কখনো পাহাড়ের চুড়ায়, কখনো সমতল ভুমি পার হচ্ছিলেন তাঁরা৷ রাফি‘ তাদেরকে এমন * পথে নিয়ে এস্যেছ যেখানে শুধু পানিবিহীন মরু প্রড়ান্তর৷ ঊটগুলো হয়ে পড়ে তৃ_ষ্ণার্ত৷ র্তারা ঊটকে বার বার পানি পান করিয়ে নেন৷ তারপর সেগুলোর নিচের ঠোট কেটে মুখ বেঁধে ফেলা হয় যাতে সে মুখ নাড়াচাড়া ও পেটের কিছু মুখে আনতে না পারে৷ এগুলােৰক সাথে নিয়েই র্তারা পথ চলতে লাগলেন৷ যেতে যেতে যখন এমন স্থানে পৌঁছলেন যে, সেখানে কোন পানি নেই৷ তখন তারা এই ঊট জবইি করে সেগুলোর পেটে রক্ষিত পানি পান করলেন৷ ' * *
কথিত আছে যে, কোন জায়গায় পানি পাওয়া গেলে ওই পানি তাঁরা তাঁদের ঘোড়াগুলােকেও ভালভাবে পান করিয়েছেন৷ আর পানিবিহীন স্থানে আসার পর ওই ঘোড়া জবইি করে পেটে রক্ষিত পানি বের করে, পান করেছেন এবং ওগুলাের গোশত থেয়েছেন৷ অবশেষে তাঁরা সিরিয়া এসে পৌঁছলেন৷ আলহাম্দুলিল্লাহ্৷ পঁড়াচদিনের একটানা সফরের পর তাঁরা এখানে এলেন৷ ‘তাদমুর' অঞ্চল দিয়ে তাঁরা রোমানদের উপর চড়াও হলেন৷ তাদমুরের
- ইবৃন ইসহাকও অনুরুপ উল্লেখ করেছেন যে, সেদিন রোমানদের সেনাপতি ছিল সাকলাব খাসী৷ তার অধীনে ছিল এক লাখ সৈন্য৷ সম্মুখ বাহিনীর অধিনায়ক ছিল জুরজাঘৃ৷ তার অধীনে ছিল ১২ হাজার আর্মেনীয় সৈন্য৷ আরব খ্রিস্টানদের নেতৃত্বে ছিল জাবালাহ্ ইবৃন আয়হাম৷ তারা ছিল সংখ্যায় ১২ হাজার৷ মুসলিমদের মোট সৈন্য সংখ্যা ছিল ২৪ হাজার মাত্র৷ মুসলমানপণ তা সত্বেও প্রচণ্ড যুদ্ধ করে রোমানদের বিরুদ্ধে -৷ পুরুষ যােদ্ধাদের সমর্থনে মুসলিম মইিলারাও যুদ্ধে অংশ নেন এবং প্রচণ্ড যুদ্ধ চালিয়ে যান৷