Post# 1460652276

14-Apr-2016 10:44 pm


এই নতুন বছরে এশিয়ার এই সাইডে স্বাভাবিকের থেকে বেশি ভুমিকম্প হচ্ছে।

গত দুই দিনে এই দিকে চারটি বড় ভুমিকম্প হয়েছে, বাংলাদেশেরটা সহ। গত তিন মাসে হয়েছে ৯ টা।

ইউনিভার্সিটি কলরাডোর প্রফেসরের মতে এই দিকে ৮ মাত্রার উপরে আরো চারটি ভুমিকম্প হবার সম্ভাবনা আছে। নেপালে যে ভুমিকম্পে ৮ হাজার লোক মারা গিয়েছে গতবছর, সেটা ছিলো ৮ মাত্রার নিচে।

গতকাল বাংলাদেশেরটা হবার পর আজকে জাপানে ভুমিকম্প হয়ে ৪০ জন আহত। বাড়িঘড় ভেঙ্গে পড়েছে। ৪ দিন আগে পাকিস্তানে ভুমিকম্পে ৬ জন মারা গিয়েছিলো।

Source:
http://www.express.co.uk/news/science/661052/SCIENTISTS-fear-the-Big-One-is-COMING-as-four-major-earthquakes-strike-in-48-hours

    Comments:
  • *leaving my dearest country. হবে।

14-Apr-2016 10:44 pm

Published
14-Apr-2016