Post# 1460622037

14-Apr-2016 2:20 pm


এরকম রোদ পড়লে অন্যান্য বছরগুলোতে মানুষ হাসফাস করতে থাকতো। কিন্তু এই বছর অত খারাপ লাগছে না কারন humidity বা আদ্রতা কম। আজকে মাত্র ৪৪%। অন্য বছর থাকে ৮০%। এ কারনে অন্য বছরগুলোতে যে "ভ্যপসা গরম" লাগতো, সেরকম এই বছর লাগছে না।

আরব দেশগুলোতে আদ্রতা থাকে ১৫-২০%। তাই প্রচন্ড গরম পড়লেও খারাপ লাগে না। ঘাম হয় না বলে।

_____
পৃথিবী নিজের অক্ষের উপর যে ঘুরে, তাতে কিছু পরিবর্তন ঘটেছে। এর কারন খুজতে গিয়ে বৈজ্ঞানিকরা বের করলো ভারত-বাংলাদেশ এলাকায় খরা চলছে বলে এত বেশি পানি তোলা হয়েছে মাটির নিচ থেকে, যে পানি কমে যাবার কারনে পুরো পৃথিবীর ব্যল্যন্স বদলিয়ে গিয়েছে।

পৃথিবীর অন্য কোনো জায়গায় এত দ্রুত, পানি, মাটির নিচের এত কমে যায় নি।

Quote: "Groundwater levels on the Indian subcontinent have been so badly depleted by climate change, intensive irrigation and population growth that it has caused the Earth to tilt on its axis, new research shows."

_____
ভারতে খরা চলছে আজ কয়েক বছর ধরে। এখন ট্রেনের বগি করে পানি নিয়ে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে সাপলাই দেয়ে হচ্ছে।

"India: A special train carrying around five lakh litres of water for parched Marathwada region, which is battling the worst drought ever, reached the town on Tuesday morning."

____
শুস্ক আবহাওয়ায় কড়া তাপ, আমার কাছে ব্যক্তিগত ভাবে ভালো লাগে। আরব দেশের মত। শীতকালের হিমেল বাতাস প্রচন্ড অস্বস্তি লাগে। :-P But that's just me.

বাংলাদেশ যে "পাকিস্তান" না হয়ে, বরং "আরব" হয়ে যাচ্ছে তার জন্য বোরকা গননার দরকার নেই। আবহাওয়া দেখলেই বুঝা যায় :-P

14-Apr-2016 2:20 pm

Published
14-Apr-2016