তোমরা যাদের বয়স ১৫ থেকে ২৫, এবং ডিপ্রেশনে ভুগছো তাদের জন্য:
____
"জীবনে কিছু নেই":
আল্লাহ তায়ালা আমাদের সৃস্টি করেছেন শুধু মাত্র উনার ইবাদত করার জন্য। এটা ঠিক থাকলে জীবনের সব ঠিক আছে।
পাচ ওয়াক্ত নামাজ যদি মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে পারো তবে তোমার জীবনের উদ্যেশ্য তুমি পুর্ন করেছো।
মেয়েদের জন্য ওয়াক্ত হয়ে যাবার সাথে সাথে নামাজ পড়তে হবে। "একটু পরে" না।
এর বাইরে যা আছে, সেগুলো এক্সট্রা।
____
"সবার এত আনন্দ, আমার এত কস্ট কেন?":
সুখি মানুষের সংগে সবাই বন্ধুত্ব করতে চায়।
গোমরামুখিদের কেউ পছন্দ করে না।
তাই সুখি মানুষদের চারিদিকে অন্য সুখি মানুষদের একটা ভিড় জমে যায়।
বাকি গোমরামুখিরা তাদের দেখে মনে করে, "তাদের সবার এত অনন্দ আর আমার কেন কস্ট?"
সমাধান?
আল্লাহ তায়ালা সব মানুষকে সমান কস্ট দিয়েছেন। কেউ সেটা প্রকাশ করে। কেউ কস্টগুলো ভুলে গিয়ে যা কিছু ভালো আছে সেগুলোর জন্য আনন্দিত থাকে। দ্বিতীয় গ্রুপের মানুষকে বলে হাসি-খুশি মানুষ।
তাই নিজের কস্টগুলো ভুলে যেতে হবে। এর বাইরে আল্লাহ তায়ালা ভালো কি কি দিয়েছেন সেগুলোর খোজ লাগাতে হবে। যখন খুজে পাবে, তখন তোমার হাসি খুশি এটিচিউডের জন্য দেখবে তোমার চারদিকে হাসি খুশি বন্ধুদের ভীড় জমে গিয়েছে।
তুমিও তাদের মত সুখি।
____
"থাক! আমি নিজের কস্ট নিয়েই থাকতে চাই":
এটাকে বলে অসন্তুস্টি। এটা দিয়ে যেন আমি বলছি, "হে আল্লাহ যদিও আপনি আমাকে এই এই ভালো জিনিসগুলো দিয়েছেন, কিন্তু ওই ওই জিনিসগুলো দেন নি। দুটো মিলিয়ে হিসাব করে অমি সন্তুস্ট না। তাই আমি কিছুই চাই না।"
এই এটিচিউড দিয়ে আল্লাহর কাছ থেকে বেশি কিছু নিতে পারবে না। বরং তিনি যা দিয়েছেন তার উপর সন্তুস্ট-খুশি হয়ে গেলে উনি আরো বেশি করে দেবেন।
- Comments:
- আমার কাছে নেই।