Post# 1460384023

11-Apr-2016 8:13 pm


দোয়া:

الْلَّهُم إِنِّي أَعُوْذ بِك مِن الْهَم و الْحَزَن
و أَعُوْذ بِك مِن الْعَجْز و الْكَسَل
و أَعُوْذ بِك مِن الْجُبْن و الْبُخْل
و أَعُوْذ بِك مِن غَلَبَة الدَّيْن و قَهْر الْرِّجَال

হে আল্লাহ আমি আপনার কাছে রক্ষা চাই দুশ্চিন্তা আর দুঃখ থেকে
আর আশ্রয় চাই দুর্বলতা আর অলসতা থেকে
আর আশ্রয় চাই ভিরুতা আর কৃপনতা থেকে
আর আশ্রয় চাই ঋনে ভরাক্রান্ত হওয়া আর মানুষের কাছে পরাজিত হওয়া থেকে।

- বুখারী, আবু দাউদ, নাসায়ি, তিরমিযি।

____
রাসুলুল্লাহ ﷺ একদিন এক আনসারকে অসময়ে মসজিদে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করেলেন তোমার কি হয়েছে?

উনি বললেন: আমি দুঃখ আর ঋনে জর্জরিত।

রাসুলুল্লাহ ﷺ বললেন আমি তোমাকে কিছু দোয়া শিখিয়ে দেবো যদি এগুলো পড় তবে আল্লাহ তায়ালা তোমার দুঃখ অর ঋন থেকে মুক্তি দেবেন।

এর পর উনি উপরের দোয়াটা শিখিয়ে দিয়ে বললেন সকালে আর সন্ধায় এটা পড়বে।

ঐ সাহাবা বলেছেন, আমি এটা করার পর আল্লাহ তায়ালা আমাকে দুঃখ আর ঋনমুক্ত করে দেন।

- আবু দাউদ।

#HabibDua

11-Apr-2016 8:13 pm

Published
11-Apr-2016