একটা সময় ছিলো যখন পহেলা বৈশাখ ছিলো "জাস্ট ফান"।
এর পর গঙ্গায় অনেক পানি বহেছে।
বাংগালী এখন একটা সুডো-ধর্মে পরিনত হয়েছে। ধর্ম বনাম সংস্কৃতি নামে একটা দ্বন্ধ জাগিয়ে তোলা হয়েছে।
সংস্কতিসেবীদের কাছে ইসলামে যা কিছু বাংগালী সংস্কৃতির বিপরীত তা ঘৃন্য, পরিত্যাজ্য, ভিনদেশী, আরব কালচার।
শাহবাগ দেখিয়েছে আমাদের সংস্কৃতিসেবীদের উচু গলা। কথার গালি। তাদের অন্তরের ঘৃনা।
মুসলিম হয়ে তাদের ডাককে আমি প্রত্যাখ্যান করলাম।
"ইসলামে কি এই আছে? সেই নেই? ইসলাম কি এই বলে?" এই সব বিষয়ে তাদের যুক্তিগুলোকেও আমি অগ্রাহ্য করলাম। মুনাফিকদের কাছ থেকে আমি ইসলাম শিখি না।
বাংগালী সংস্কৃতির যা কিছু ইসলামের বিপরতি সব আমার কাছে ঐ রকম পরিত্যাজ্য, যেরকম কিনা তাদের কাছে ইসলামি সংস্কৃতি পরিত্যাজ্য।
___
দুই দিকে থাকার দিন শেষ।
"...মা হুম মিনকুম ওয়ালা মিনহুম...", না তারা মুসলিমদের দলে, না তারা কাফেরদের দলে। সুরা মুজাদিলা।
এখন সাইড নেবার পালা।
আমার ধর্ম দুটো না।
একটা।