Post# 1460328822

11-Apr-2016 4:53 am


-
اللّهُ لاَ إِلَـهَ إِلاَّ هُوَ
আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই

الْحَيُّ الْقَيُّومُ
উনি জীবিত, সব কিছুকে কায়েম রেখেছেন

لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ
উনার ঝিমুনি বা ঘুম ধরে না
لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ
আকাশ আর পৃথিবীতে যা কিছু আছে, সব উনার
مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ
উনার অনুমতি ছাড়া কেউ উনার কাছে সুপারিশ করতে পারে না
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ
তাদের সামনে কি আছে আর পেছনে কি আছে, উনি জানেন
وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء
উনি যতটুকু ইচ্ছে করেন তার বাইরে উনার জ্ঞান থেকে কেউ কিছু পায় না
وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ
উনার কুরসি আকাশ আর পৃথিবী পর্যন্ত বিস্তৃত।
وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا
এদুটোর হিফাজত করতে গিয়ে উনি কাহিল হন না
وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
উনি সবচেয়ে উচু, সবচেয়ে বড়।

- আয়াতুল কুরছি, সুরা বাকারা ২৫৫।

    Comments:
  • বাংলা গরম।

11-Apr-2016 4:53 am

Published
11-Apr-2016