Post# 1460282799

10-Apr-2016 4:06 pm


মিলাদ মানে "জন্মদিন"।
মিলাদুন্নবি মানে "নবীর জন্মদিন"।
ঈদে মিলাদুন্নবি মানে "নবীর জন্মদিনের আনন্দ উৎসব"।

মিলাদ পড়া মানে রাসুলুল্লাহ ﷺ এর জন্মদিন পালন করা।

অনেকে মিলাদ পড়া মানে "দুরুদ পড়া" অর্থ করেন। এটা ভুল।

মিলাদে দুরুদ পড়া হয়। কিন্তু মিলাদ মানে দুরুদ না। মিলাদ মানে জন্মদিন পালন করা। এবং জন্মদিন পালনের নিয়মগুলোর একটা অংশ হিসাবে আরো অনেক কিছুর সাথে দুরুদও পড়া হয় ।

মিলাদে সবাই দাড়িয়ে যাবার আগে একজন জোরে পড়েন "ওয়া লাম্মা তাম্মা মিন হামলিহি... "। এর অর্থ হলো "রাসুলুল্লাহ ﷺ এর মায়ের গর্ভ যখন পূর্ন হলো তখন..."... এর পর মা আমিনা কিভাবে রাসুলুল্লাহ ﷺ কে প্রসব করেন তার বর্ননা দেয়া হয়।

জন্মের বর্ননা শেষে হলে, সংগে সংগে সবাই দাড়িয়ে গিয়ে পড়ে "ইয়া নবী সালাম আলাইকা..."।

মানে, মূল অনুষ্ঠানটা হলো রাসুলুল্লাহ ﷺ এর জন্মদিন পালন করা।

____
প্রশ্ন হলো তাসাউফের জন্য মিলাদ পড়া কতটুকু জরুরী? এ উপমহাদেশের "সুন্নিজামাতের" মত হলো এটা খুবই জরুরী। এবং যারা মিলাদ পড়ে না তারা রাসুলুল্লাহ ﷺ এর উপর মহব্বত রাখে না। এবং তারা হলো "ওহাবী"।

এই বিষয়ে ক্লিয়ার হবার জন্য, এহইয়াউ উলুমিদ্দিন পড়লাম। দেখলাম রাসুলুল্লাহ ﷺ এর জন্ম নিয়ে কোনো বর্ননা নেই। জন্মদিন পালন নিয়েও কোনো কথাও আমি পাই নি।

বরং উনার ওফাত বা মৃত্যুর বর্ননা ডিটেলস দেয়া হয়েছে। উনার আবেগ, কস্ট, শিক্ষা এগুলো বর্ননা করে হয়েছে। এবং এই বর্ননা দিয়েই উনার ﷺ এর প্রতি আমাদের ভালোবাসাকে জাগিয়ে তোলা হয়েছে।

আল্লাহ তায়ালা রাসুলুল্লাহ ﷺ এর উপর অনেক সালাত সালাম পাঠাক।

10-Apr-2016 4:06 pm

Published
10-Apr-2016