ইবাদত কতটুকু বেশি বা কম করা উচিৎ? সে প্রসংগে:
_____
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
لكل عابد شرة ، ولكل شرة فترة ، فإما إلى سنة ، وإما إلى بدعة ، فمن كانت فترته إلى سنتي فقد اهتدى ، ومن كانت فترته إلى غير ذلك هلك
অর্থাৎ,
প্রত্যেক ইবাদতকারীর মাঝে একটা উদ্যম আছে।
এবং প্রত্যেক উদ্যমের মাঝে হাল ছেড়ে দেয়া আছে।
এর পরে সে হয় সুন্নাহর উপর স্থির হয়
অথবা বিদআহর উপর স্থির হয়।
শেষে যার অভ্যাস হয়ে যায় সুন্নাহর উপর থাকা সে হিদায়া পেলো
আর যার অভ্যাস এটা এর ব্যতিক্রম হয়, সে ধ্বংশ হয়ে গেলো।
Reference: http://library.islamweb.net/hadith/display_hbook.php?bk_no=970&pid=401075&hid=86
ড: খন্দকার জাহাঙ্গিরের লেকচার থেকে কালেকটেড।