Post# 1460160841

9-Apr-2016 6:14 am


habibur.com এ একদিনে ১৩ হাজার ভিজিটর।
সাধারনতঃ এটা ১ হাজার থাকে দৈনিক।

নতুন সবাই এসেছে রজব মাস আরম্ভ হলো কিনা জানতে।

এদের জন্য আরো কিছু করতে পারলে খুশি হতাম। বিশেষ করে অনেক আরব মুসলিম, গুগুল ট্রান্সলেশনের সাহায্য নিয়ে ক্যলেন্ডারটা পড়ে। আরবীতে দ্বিতীয় একটা ভার্শন করতে পারলে তাদের জন্য সুবিধা হতো।

সামনের শাবান, রমজান, শাওয়ালে এটা হু হু করে আরো অনেক বাড়বে ইনশাল্লাহ।

___
আরব দেশেগুলোতে নতুন চাদ দেখে টেলিস্কোপ দিয়ে। তাই তাদের মাস সবসময় শুরু হয় আমাদের একদিন অগে।

আমরা দেখি খালি চোখে। এবং ক্যলেন্ডারটা খালি চোখে দেখার উপর ভিত্তি করে হিসাব করা হয়েছে। একটু সময় নিলে টেলিস্কোপ দিয়ে দেখার উপর ভিত্তি করে দ্বিতীয় একটা ক্যলেন্ডার এড করা যায়।

___
রমজান আসছে। বাংলাদেশে ঢাকার সাথে অন্যান্য জেলার সময়ের পার্থক্য যেটা মিনিটে দেয়া হয়, সেটা সারা বছর এক থাকে না। যেমন সেহরীর সময় কোনো জেলায় ঢাকার থেকে ১ থেকে ৭ মিনিট পর্যন্ত পার্থক্য হতে পারে। নির্ভর করে ইংরেজি কোন মাসে রমজান পড়লো তার উপর।

প্রতি মাসে প্রতি জেলার সাথে পার্থক্যটা একটা টেবিল আকারে একসময় এই সাইটে দিয়ে ছিলাম। এখন নেই। রমজানের আগেই আবার দিতে পারলে খুশি হতাম।

____
সারা বছরের প্রতিটি দিনের জন্য প্রতিটি জেলার নামাজের সময়সূচি PDF আকারে দিতে পারলে আরো খুশি হতাম। এটার জন্য সময় কম লাগবে।

করতে হবে ইনশাল্লাহ।

9-Apr-2016 6:14 am

Published
9-Apr-2016