রজব মাসের চাদ দেখে গিয়েছে আজ সন্ধায়। সন্ধা থেকে এখানে মাসটা আরম্ভ হলো।
রমজানের আর ঠিক দুই মাস। রজব মাস হলো ইসলামের হারাম মাসগুলোর একটা। এই মাসে যুদ্ধ করা নিষেধ।
____
রজব মাস নিয়ে একটা হাদিস যেটা একাধিক কিতাবে এসেছে। islamqa.com এর মতে এটা জয়িফ, এবং এর উপর আমল করা যাবে না।
হানাফি আলেমদের মতে এর উপর আমল করা যাবে কিনা জানি না। তাই শুধু আরবী বর্ননা দিলাম।
روى عبد الله بن الإمام أحمد في "زوائد المسند" (2346) والطبراني في "الأوسط" (3939) والبيهقي في "الشعب" (3534) وأبو نعيم في "الحلية" (6/269) من طريق زَائِدَة بْن أَبِي الرُّقَادِ قَالَ: نا زِيَادٌ النُّمَيْرِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ: ( اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ )