Post# 1459731207

4-Apr-2016 6:53 am


"ছুন্নিজামাত"

গত বেশ কিছু দিন ধরে অনেক জানার চেষ্টা করলাম তাদের সম্পর্কে। এরা সেই গ্রুপ যেটা মাওলানা নূরুল ইসলাম ফারুকী টিভিতে শিক্ষা দিতেন। অন্যদের সাথে তাদের সবচেয়ে বড় পার্থক্য হলো, তারা মাজার পন্থী। মানে, তাদের দোয়া ও ইবাদতের একটা সিগনিফিকেন্ট অংশ মাজারকে ঘিরে হয়।

_____
আমার একটা ধারনা ছিলো এদের হয়তো কালেকটেড কোনো গাইডলাইন নেই। যে যা ধারনা করে সেটা একজন অন্য জনের কাছ থেকে শুনে বলে। অনেকটা মাইজভান্ডারি আইডলজির যেভাবে প্রচার পায় সেরকম। সেটা না।

জানলাম এদের তফসির গ্রন্থ আছে। নাম "কানজুল ঈমান"। লিখক হলেন আহমেদ রেজা খান বেরলভী। ১৯০০ সালের দিকে লিখা উর্দুতে। বাংলা অনুবাদ আছে।

নেট থেকে PDF ডাউনলোড করে পড়ে দেখলাম উনাদের শিক্ষার সাথে এটা হুবহু মিলে যায়। যতটুকু দেখেছি।

_____
"বেরলভী" মানে, আহমেদ রেজা খান বেরলভ এলাকার মানুষ। এটা ভারতের উত্তর প্রদেশে। উনার জীবনী দেখলাম। সিগনিফিকেন্ট দুটো জিনিষ চোখে পড়লো।

উনি নিজেই উনার জন্মসাল আর মৃত্যুসাল কোরআন শরিফ থেকে বের করেছেন।

প্রথম আয়াতটা হলো "উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান" অর্থাৎ, তাদের অন্তরে আল্লাহ তায়ালা ঈমান লিখে দিয়েছেন। এই আয়াত থেকে উনি বের করেছেন ১২৭২ হিজরিতে উনি জন্ম গ্রহ করবেন। এবং উনি জন্ম নিয়েছেন ঐ সালে।

কিন্তু কিভাবে বুঝা যায়? নিউমারোলোজী? কোরআন শরিফের অক্ষরের বিপরিতে সংখ্যা ধরে গুনে? জানি না।

যাই হোক, এই আয়াতের বিপরিতে উনি নিজের ব্যপারে বলেছেন, "যদি আমার অন্তরকে দু’টুকরো করা হয় তবে দেখা যাবে যে, এক টুকরোর উপর লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর টুকরোর উপর লিখা আছে মুহাম্মাদুর রাছূলুল্লাহ।"

_____
উনার মৃত্যুর সালও উনি কোরআন শরিফের আয়াত থেকে মূত্যুর কয়েক মাস আগে নির্ধারন করেছিলেন। "ওয়া ইয়াতুফু আলাইহিম বি আনিয়াতিন মিন ফিদ্দাতিও ওয়া আকওয়াব" অর্থাৎ, স্বর্ন আর রূপার প্লেট নিয়ে জান্নাতে তাদের চারদিকে ঘুরা হবে।

নিউমারোলোজি দিযে সম্ভবতঃ এই আয়াত দিয়ে বের করেছিলেন উনার মৃত্যু ১৩৪০ সালে হবে। এবং ঐ সালে উনি মারা গিয়েছেন।

এগুলো কে বের করেছেন? উনার মুরিদরা? না! বরং উনি নিজেই। নিজেই নিজের ব্যপারে এগুলো বলে গিয়েছিলেন।

_____
কি বুঝলাম?

কাউকে বিচার করার দায়িত্ব আল্লাহ তায়ালা আমাকে দেন নি।
শুধু এতটুকু ছাড়া, যে আমি উনাকে অনুসরন করবো কি করবো না সেটা জানার জন্য। এবং উনাকে যারা অনুসরন করে, তাদের থেকে অমি শিক্ষা গ্রহন করবো নাকি করবো না সেটা বুঝার জন্য।

কংক্লুশন?
আমি কনভিন্সড না।
আহমেদ রেজা খানকে আমি নিজের জন্য অনুসরনীয় মনে করছি না।

আল্লাহ তায়ালা আমাদের সিরাতিল মুসতাকিমের উপর রাখুন।

    Comments:
  • "জাআল হক" পড়েছি। কিন্তু এটার লিখক যে এত বিখ্যাত কেউ সেটা আজকে জানলাম।
  • জাজাকাল্লাহ। উনার একটা ভিডিও দেখে আমার এর বিপরতি ধারনা হয়েছিলো। পরিস্কার করার জন্য ধন্যবাদ।

4-Apr-2016 6:53 am

Published
4-Apr-2016