Post# 1459701577

3-Apr-2016 10:39 pm


আর আমার বান্দারা যখন তোমার কাছে প্রশ্ন করে আমার ব্যাপারে, বস্তুতঃ আমি রয়েছি কাছে।
  • সূরা বাকারা-১৮৬

    ...আমি [আল্লাহ] তার [মানুষের] ঘাড়ের রগের থেকেও বেশি কাছে।

  • সূরা কাফ-১৬

    ...[মৃত্যুর সময়] তোমরা তাকিয়ে থাক, তখন আমি তোমাদের থেকেও তার বেশি কাছে থাকি; কিন্তু তোমরা দেখ না।

  • সূরা ওয়াকিয়া-৮৭, ৮৪, ৮৫

    পূর্ব ও পশ্চিম আল্লারই। অতএব, তোমরা যেদিকেই মুখ ফেরাও, সেদিকেই আল্লাহ বিরাজমান। নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ।

  • সূরা বাক্বারা-১১৫

    তোমরা যেখানেই থাক না কেন, তিনি তোমাদের সাথে আছেন।

  • সূরা হাদীদ-৪

    ...তিন ব্যক্তির এমন কোন পরামর্শ হয় না যাতে তিনি চতুর্থ না থাকেন এবং পাঁচ জনেরও হয় না, যাতে তিনি ষষ্ঠ না থাকেন। তারা এর থেকে কম বা বেশী হোক বা যেখানেই থাকুক, তিনি তাদের সাথে আছেন...।

  • সূরা মুজাদালা-৭

    3-Apr-2016 10:39 pm

  • Published
    3-Apr-2016