Post# 1459604810

2-Apr-2016 7:46 pm


শুধুমাত্র নিজের নসিহার জন্য:

وقال صلى الله عليه و سلم إن أهل الجوع في الدنيا هم أهل الشبع في الآخرة وإن أبغض الناس إلى الله المتخمون الملأى وما ترك عبد أكلة يشتهيها إلا كانت له درجة في الجنة

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
দুনিয়াতে যারা ক্ষুধার্ত, আখিরাতে তারা তৃপ্ত হবে। অল্লাহর কাছে ঐ বান্দা অধিক ঘৃনিত যার বদহজম লেগে থাকে আর পেট ভরে খায়। বান্দা খায়েশ সত্বেও যে লোকমাটি ছেড়ে দেয় তার বিনিময়ে সে জান্নাতে একটা স্তর লাভ করে।

- এহইয়াউ উলুমউদ্দিন।
গ্রেডিং: জানা নেই।

2-Apr-2016 7:46 pm

Published
2-Apr-2016