Post# 1459574813

2-Apr-2016 11:26 am


দ্বীনী বড় ভাই বলছেন ছোট ভাইকে:

- এই যে কোরআন শরিফ। আল্লাহ তায়ালা আমাদেরকে গাইডলাইন পাঠালেন, কিন্তু এই গাইডলাইনে কি লিখা আছে কোনো দিন পড়ে দেখেছো?

- কিন্তু আলেমদের কাছ থেকে তো শুনি...।

- আলেমদের অন্ধ অনুসরন নিষেধ। নিজে পড়ে তোমাকে জানতে হবে। আল্লাহ তায়ালা কোরআন শরিফ কি শুধু আলেমদের জন্য পাঠিয়েছেন?

____
দশ বছর পর ছোট ভাই:

- ভাইজান আমি নিজে কোরআন শরিফ পড়েছি। পড়ে যা বুঝেছি সেটা হলো "কাফির" বলতে ... (ব্যখ্যা আরম্ভ করলো)

- আস্তাগফিরুল্লাহ! তোমাকে কোরআন শরিফ পড়ে ব্যখ্যা করতে কে বলেছে?

- তাহলে?

- আলেমদের কাছ থেকে শিখতে হবে। নয়তো তুমি পথহারা হবে।

- এই কথা তো তখন বলেন নি? হুম! তাহলে কি দশ বছর আগেই সঠিক পথে ছিলাম না? ভুলটা কোথায় করলাম?

____
ভুলটা হলো:
উপদেশ দাতারা লিটারেলি কি বলে, সেটার থেকে জরুরী হলো উপদেশ দাতা কি উদ্যেশ্যে বলছে সেটা ধরতে পারা।

বড় ভাই মুখে বলছিলেন "নিজে পড়"।

কিন্তু বুঝাচ্ছিলেন "তুমি যে আলেমদের ব্যখ্যা এখন অনুসরন কর, তা না করে আমি যাদের অনুসরন করি তাদের অনুসরন কর।"

2-Apr-2016 11:26 am

Published
2-Apr-2016