Post# 1459385128

31-Mar-2016 6:45 am


যে কোনো আলেমের, সমস্ত কথা ঘেটে, কিছু না কিছু ভুল খুজে পাওয়া কঠিন না।

যেমন: ইমাম আবু হানিফা ফারসী ভাষায় নামাজ পড়া জায়েজ মনে করতেন। ইবনে বাজ পৃথিবীকে যারা সমতল বিশ্বাস করে না, তাদেরকে কোরআন শরিফের কিছু আয়াতে অস্বিকারকারি মনে করতেন। এরকম হাজারো উদাহরন।

এখন,
১। সারাদিন এই মতভেদ গুলো নিযে আলোচনা করে কাটানো যায়। এই মতভেদগুলো নিযে এক এক আলেমকে demonize আর demoralize করা যায়। একটা ইখতেলাফের কারনে একজনের সব কথা বাতিল ঘোষনা করা যায়।

অথবা,
২। প্রত্যেকের মাঝে বাকি যে ৯৯% যে ইলম আছে সেগুলো থেকে শিক্ষা নেয়া যায়। যার মাঝে যতটুকু ভালো।

দ্বিতীয়টা করতে আমি পছন্দ করি।

____
যে সমস্ত আলেমদের সাথে আমি কিছু বিষয়ে দ্বিমত পোষন করি, তাদের থেকেও আমি ইলম শিখি।

কিন্তু শিখি না, এবং দূরে চলে যাই, যখন দেখি উনি ইলমের থেকে মুসলিমে-মুসলিমে ঘৃনা ছড়াচ্ছেন বেশি।

হয়তো উনার ১০% ভালো কথা। বাকি ৯০% সময় দ্বিমত পোষনকারীদের প্রতি আক্রমন করে কাটাচ্ছেন। এবং আক্রমনের ভাষাটা বিনয়ি না, আক্রমনাত্বক। যদিও উনি নিজে এই বিশ্বাস থেকে এটা করছেন যে "আমি হক প্রচারের জন্য এটা করছি।"

_____
"... ওয়ালা তাজয়াল ফি কুলুবিনা গিল্লা, লিল্লা দিনা আমানু"

...আমাদের অন্তরে ঈমানদারদের প্রতি বিদ্বেষ রাখবেন না, আমাদের রব।

  • সুরা হাশর

    31-Mar-2016 6:45 am

  • Published
    31-Mar-2016