খুজতে চাইলে, প্রতিটা আলেমের, সমস্ত কথা ঘেটে, কিছু না কিছু ভুল খুজে পাওয়া কঠিন না।
ইমাম আবু হানিফা ফারসী ভাষায় নামাজ পড়া জায়েজ মনে করতেন। ইবনে বাজ পৃথিবীকে সমতল বিশ্বাস করতেন। এধরনের অনেক।
এখন সারাদিন তাদের ভুলগুলো নিয়ে উপহাস করে কাটানো যায়। অথবা এগুলো বাদ দিয়ে, আলেমদের বাকি ৯৯% ইলম থেকে যা কিছু শিক্ষনীয় আছে সেগুলো শেখা যায়।
আমি দ্বিতীয়টা করতে পছন্দ করি।