Post# 1459296589

30-Mar-2016 6:09 am


আসিফ সিবগাত ভাইয়ের কেসটা ইন্টারেস্টিং।

উনি বলছেন "আমি ক্রিকেট খেলা দেখাকে নাজায়েজ মনে করি না।"

ইসলামিস্টরা বলছে, "আমরা নাজায়েজ মনে করি, আপনাকে ক্রিকেট খেলা নিয়ে পোস্ট দেয়া বন্ধ করতে হবে।"

উনি বললেন, "আমি কি করবো সে স্বিদ্ধান্ত আমার উপর ছেড়ে দেন।"

ইসলামিস্টরা, "আমাদের ছোট ভাইয়েরা আপনার স্টেটাস পড়ে বিভ্রান্ত হবে। আপনি গোপনে দেখেন। পোস্ট দিতে পারবেন না।"

_____
Relevant on গোপনে করা: "হে আহলে হাদিস ভাইয়েরা। আপনাদের নিয়ম কানুন আপনারা দয়া করে গোপনে চর্চা করেন। নচেৎ আমাদের হানাফি ভাইয়েরা আপনাদের কথায় বিভ্রান্ত হয়ে যাবে।"

ব্যপার হলো, দ্বিমত আছে।
উনি যেটা সঠিক মনে করেন সেটা ফলো করেন।
আমি যেটা সঠিক মনে করি, ফলো করি।

বাকি উম্মা কি ফলো করবে সে স্বিদ্ধান্ত বাকি উম্মাহর। তাদের দুই পক্ষের যুক্তি শুনিয়ে আপনি যেটা সঠিক মনে করেন সেটা জানিয়ে ছেড়ে দিন।

কেন ভাবছি যে বাকিদের প্রোটেকশনের জন্য আসিফ ভাইয়ের যুক্তি তাদের কাছ থেকে গোপন করতে হবে?

কার কথা কাকে শুনতে দেয়া যাবে, আর কাকে শুনতে দেয়া যাবে না, সেই স্বিদ্ধান্ত নেয়ার দায়িত্ব আমার মনে করছি কেন?

_____
আমার মনে হয় আসিফ ভাই ডেসপেরাটলি চেষ্টা করছেন উনার সাথে ফেসবুকের ইসলামিস্টদের পার্থক্যটা তুলে ধরতে। যে উনি তাদের একজন না। এর অংশ হিসাবে উনি খেলা নিয়ে পোস্ট দেন। "তোমাদের সাথে আমার দ্বিমত আছে। আমাকে তোমাদের মত মনে করো না।"

ভিন্ন মত থাকবে।
আমরা মেনে নিতে পারি না।

আশিদ্দায়ু আলাল কুফফারি, রুহামায়ু বাইনাহুম,
"তারা কাফেরদের উপর কঠোর, কিন্তু নিজেদের মাঝে রহমশীল।" - সুরা ফাতহ।

আল্লাহ তায়ালা যেন আমাকে এবং সবাইকে এর উপর রাখেন।

    Comments:
  • আপনি যে আলেমকে অনুসরন করেন, সে বলে দেবে।

30-Mar-2016 6:09 am

Published
30-Mar-2016