Post# 1459258518

29-Mar-2016 7:35 pm


ইহা একটি "বিজ্ঞান মনস্ক" পোস্ট:

(অ-বিজ্ঞান মনস্কদের জন্য এখানে কিছু নেই :-) )

ফিজিক্সের দুটো সুত্র আমাকে আল্লাহর কথা স্বরন করায়।
_____
2nd law of thermodynamics:
এটা বলে মহা বিশ্বের সবকিছুর স্বাভাবিক trend হলো ভেঙ্গে যাওয়া। গড়া না।

হাজার বছরের রোদে মরুভুমিতে একটা রাজপ্রাসাদ ভেঙ্গে বালি হয়ে যাবে, এটা নিয়ম।
হাজার বছর ধরে বালি উড়ে একটা রাজপ্রাসাদ গড়ে যাবে সেটা হবে না। এটা সেকেন্ড ল এর বিপরিত।

অর্থ: স্রস্টা ছাড়া সৃস্টি অসম্ভব।

____
Quantum Mechanics:
সৃস্টিতে কখন কি হবে সেটা আল্লাহ তায়ালা লিখে রেখেছিলেন সৃস্টির আগে। এটা ছাড়া আর কোনো ব্যখ্যা দিয়ে কোয়ান্টাম মেকানিক্সের সব কিছু ব্যখ্যা করা যায় না।

Delayed choice quantum erasure experiment দ্রস্টব্য। এখানে আমি ভবিষ্যতে কি করবো সেটা আলোর কনাগুলো কিভাবে যেন জেনে, আগে থেকেই নিজেদেরকে সেভাবে সাজিয়ে নেয়। আমি জানি না আমি কি করবো, কিন্তু তারা জানে।

এগুলো রিসেন্ট এক্সপেরিমেন্ট। ২০০০ সালের পরে। যদিও কোয়ান্টাম মেকানিক্স বিষয়টা প্রায় শত বছর পুরানো।

অর্থ: আল্লাহ তায়ালা এই বিশ্বজগৎকে চালাচ্ছেন। নিজে নিজে চলছে না।

29-Mar-2016 7:35 pm

Published
29-Mar-2016