Post# 1459177594

28-Mar-2016 9:06 pm


ফেসবুকে আমি যা লিখি সেগুলো আমি ফেসবুকেই শেষ করে দেই।

ফেসবুকে আমার কোনো লিখা নিয়ে আমি ব্যক্তিগত জীবনে কারো সাথে কথা বলা পছন্দ করি না।

কিন্তু কেন যেন পরিচিতদের মাঝে লিখা আরম্ভ করার পর এটাই হচ্ছে সবচেয়ে বেশি।

যারা সাথেই দেখা করি সে কিছু না কিছু "এটা লিখবে না", "ওই লিখাটা মুছে দিবে", "সেটা কেন লিখেছিলে?" এই ধরনের আদেশ, উপদেশ দেয়া আরম্ভ করে।

সমাধান কি চিন্তে করছি।

    Comments:
  • মূল সমস্যাটা আরম্ভ হয় যখন কেউ নিজেকে "দ্বীনি ভাই/ব্রাদার" হিসাবে পরিচিত করে তোলে, তখন।

    এটার দরকার নেই
    না করলে ভালো।

  • এতে তারা আরো উৎসাহ পায়। আরো স্পস্ট ভাবে গাইড করা আরম্ভ করে আমি কি লিখবো আর লিখবো না সেগুলো।

    যেন তাদের উপদেশ মত লিখলেই আমার মুক্তি আর সফলতা।

  • - জীবনে অনেক ঝামেলা লাভলু ভাই।
    এর সাথে উটকো আরেক ঝামেলা নিজে যেচে পড়ে যোগ করা বোকামী।

    ঝামেলা মানে = অবাঞ্চিত উপদেশ, যেগুলো আমি এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দেই।

    কিন্তু ফেসবুকের কল্যানে এই নতুন ঝামেলাটা জীবনে যোগ হলো।

28-Mar-2016 9:06 pm

Published
28-Mar-2016