Post# 1459086859

27-Mar-2016 7:54 pm


আল্লাহ তায়ালা কিছু করতে চাইলে গায়েবী ভাবে করতে পারেন। কিন্তু গায়েবী ভাবে করাটা আল্লাহ তায়ালার নিয়ম না।

অভাবে আছি দোয়া করছি, "হে আল্লাহ আমার ১০ হাজার টাকার ব্যবস্থা করে দেন।" আল্লাহ তায়ালা চাইলে মানি ব্যগ খুললে দেখবো ১০ হাজার টাকা অলৌকিক ভাবে চলে এসেছে।

কিন্তু আল্লাহ তায়ালা এভাবে সাধারনতঃ করেন না।

অন্য কোনো লোকের অন্তরে দিয়ে দেন -- তাকে দান কর। সে লোক দরজা নক করে বলে "হুজুর এই টাকাটা আপনার।"

সে লোক দানের সোয়াব পেলো। আমার দোয়াও কবুল হলো।

____
চাইলে আল্লাহ তায়ালা কোনো যুদ্ধ ছাড়া মুসলিমদের বিজয় দান করতে পারেন কাফিরদের বিরুদ্ধে। তাদের প্লেনগুলো ফটা ফট আকাশ থেকে পড়ে গেলো অলৌকিক ভাবে। মুসলিমরা বিজয়ী।

কিন্তু এটা আল্লাহ তায়ালার সুন্নাহ না।

উনি চান মুসলিমদের মাঝ থেকে বিরাট সংখ্যাক লোকদের শহিদ হিসাবে কবুল করতে। যতজনকে কবুল করতে চান ততজনকে শহিদ করে তার পর বিজয় দেন।

মুসলিমরা শাহাদাতের মর্যাদা পেলো, আবার বিজয়ীও হলো।

____
যখন কোনো দিক থেকে কিছু হবার কোনো উপায় নেই। সব পথ বন্ধ। তখন?
আল্লাহ তায়ালা জানেন।
উনি বন্ধ করেছেন, আবার উনি খুলে দেবেন।

যখন উনি দিতে চাইবেন।

27-Mar-2016 7:54 pm

Published
27-Mar-2016