যুন্নুন রহ: বলেছেন:
একরাতে আমি কানআন উপত্যকা দিযে যাচ্ছি৷
দেখি কিছু একটা আমার দিকে আসছে৷
বলছে "ওয়া বাদায়া লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু তাহতাসিবুন" [সুরা জুমার]
অর্থাৎ: তাদের কাছে আল্লাহর তরফ থেকে এমন জিনিস আসবে যেটা তারা হিসাব করে নি।
কাছে আসলো।
দেখলাম ছোট বালতি হাতে উলের বোরখা পড়া একজন মহিলা।
সে বললো,
বললাম,
- আল্লাহ আছেন! তার পরও মুসাফির?
কথাটার গভীরতা বুঝতে পেরে আমার কান্না আসলো।
জানতে চাইলো,
- কস্টের উপর ঔষধ পড়েছে, তাই রক্ত বেরুচ্ছে।
- তুমি সত্যবাদী হলে কাদতে না।
- সত্যবাদীরা কাদে না?
- না।
- কেন?
- কান্না অন্তরের একটা সুখ।