কিভাবে আরবী শিখবো এই প্রশ্নটা পাচ্ছি।
উত্তর হলো যে কোনো একটা আরবী শেখার বই নিয়ে আরম্ভ করে দিন।
নেটে ঘাটলে এরকম প্রচুর রিসোর্স পাবেন।
____
একাডেমিকলি ও মেথডিকেলি শিখতে চাইলে এরকম।
মদিনা এরাবিক কোর্সের বইগুলো দিয়ে আরম্ভ করতে পারেন। তবে এটা নিজে পড়ি নি।
আরেকটা আছে আল-আরাবিয়াতু লিন্নাশিয়িন ( العربية للناشئين ) ছয় খন্ডের বই। এটা পড়েছি।
নেট থেকে খুজে ডাউনলোড লিংক বের করে নিন।
অফলাইনে পড়তে চাইলে আলিয়া মাদ্রাসার ক্লাস সিক্সের আরবী পাঠ্য বইটা কিনে এনে আরম্ভ করতে পারেন।
_____
একা না শিখে, বরং কোর্স করতে চাইলে, আমার জানা নেই কোথায় কোর্স হয়। খবর নিয়ে নিন। ইমারসিভ ফুলটাইম কোর্সে শিখলে ১ বছরে শিখে ফেলতে পারবেন। যেটা আসিফ সিবগাত ভাই কাতারে গিয়ে করেছিলেন।
ফুল টাইমের সময় সুযোগ যাদের নেই তারা বিক্ষিপ্ত ভাবে যখন যেখানে যতটুকু সুযোগ পায় শিখে নিতে পারে। আমি যেটা করি।
কথা বুঝার জন্য ইউটিউবের আরবী কার্টুন দেখি মাঝে মাঝে।
_____
তবে যতটুকু আরবী শিখেছি তার ৮০% শিখেছি নিচের পদ্ধতিতে।
কোনো বই থেকে "সাবাহুল খাইর", "মা ইসমুকা" এই সব ডায়লগ মুখস্ত করার বদলে বরং একটা কোরআন শরিফ হাতে নিয়ে নিন।
সুরা বাকারার প্রথম আয়াতের বাংলার সাথে আরবী শব্দ গুলো মিলিয়ে নিন।
যেমন:
দালিকা = এই
কিতাব = কিতাব
লা = নাই
রাইবা = সন্দেহ
ফি = এতে
এভাবে আয়াতটা মুখস্ত করতে থাকেন আরবী প্রতিটা শব্দের অর্থ মুখস্ত করে করে।
কোরআন শরিফ হিফজ হবে। আরবীও শেখা হবে। আর এটা সহজে ভুলবেন না। যেহেতু বার বার এই আয়াতগুলো আপনি পড়তে থাকবেন।
প্রথম পৃষ্ঠায় অনেক সময় লাগবে। এর পরের পৃষ্ঠাগুলোতে সময় কমে আসবে যেহেতু বেশির ভাগ শব্দ আপনার আগেই মুখস্ত আছে।
____
একটা ভাষার ৩০% যদি আপনি বুঝতে পারেন তার পর আপনি যে কোনো বই পড়া ধরতে পারবেন। প্রতিটা শব্দ না বুঝলেও কি বলছে সেটা catch করতে পারবেন। পড়তে পড়তে বাকিটা শেখা হয়ে যাবে। মাঝে মাঝে কিছু কিছু শব্দের অর্থ দেখে নেবেন ডিকশনারিতে। তবে সব নতুন শব্দ দেখার দরকার নেই। তাহলে পড়ার উৎসাহ কমে যাবে।
ইংরেজি আমি এভাবে শিখেছিলাম।
এখন আরবী শিখছি এভাবে।
আল্লাহ তায়ালা আমরা যা চাই তার মাঝের উত্তম জিনিস আমাদের দান করুন।
পরবর্তি:
কিছু আরবী পারেন কিন্তু খুব ভালো না। কিভাবে বুঝবেন?
https://www.facebook.com/habib.dhaka/posts/10154316154458176
#HabibArabic