Post# 1458951958

26-Mar-2016 6:25 am


[ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের জন্য এই পোস্ট, সবই বুঝবে না ]

"রাস্ট্রধর্ম বাতিলের পর এ.কে. সিনহা হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তি প্রেসিডেন্ট।" গতকাল আনন্দবাজার পত্রিকার খবর।

Things are accelerating.

সামনে বহু কিছু হবে। অতিদ্রুত। এর প্রথম স্টেপ হলো রাস্ট্রধর্ম বাতিল।
এটা করা এখন সরকারের জন্য দরকার।
এবং এটা বাতিল করলে যে অন্দোলন হবে, সেই অন্দোলন হওয়াটাও সরকারের দরকার। হয়তো তারা চাচ্ছে হোক, তাদের প্লেনে আছে। তারা কিভাবে এটাকে ব্যবহার করবে সেটাও ঠিক করে রেখেছে।

যে ইন্টেলিজেন্স দেশ চালায়, তারা আমাদের থেকে চার পাচ ধাপ সামনে এগিয়ে চিন্তে করে, এটা বুঝে এই কথা বলছি। এখন পর্যন্ত তাদের ভুলের উদাহরন নেই।

____
Off-topic:

"প্রথম অক্ষরেখায় থাকিবে শীনে’র অবস্থান।
পঞ্চাশতম অক্ষে থাকিবে নূন’ ও বিরাজমান।"

শিন আর নুন কি আমরা জানি। কমেন্টে কেউ এটা নিয়ে প্রশ্ন বা ব্যখ্যা না করলে আমি খুশি হবো। নিরাপদ থাকেন।

কিন্তু: "প্রথম" আর "পঞ্চাশতম" অক্ষরেখা কি?

একটা আর পঞ্চাশটা বাজার সময় কি তবে হয়ে এলো পাঞ্জেরি?
পায়ের নিচের মাটির কম্পন কি টের পাচ্ছেন?

আমি পাচ্ছি।

26-Mar-2016 6:25 am

Published
26-Mar-2016