এখন আরবী বই সরাসরি, কিছু কিছু করে, পড়তে পারায় মনে হচ্ছে ইলমের একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে সামনে। কিন্তু চিন্তে করছি এই বৃদ্ধ বয়সে এটা না হয়ে যদি ছাত্র অবস্থায় হতো, তবে এতদিনে হয়তো অনেক কিছু জানতে পারতাম।
এর পর চিন্তে করি, জীবনে কত কিছুই শিখেছি। কিন্তু এর খুব অল্প জিনিসের উপর আমল করতে পেরেছি।
জীবনে কাজে লেগেছে ইংরেজী শিখাটা। কিন্তু স্কুলের পাঠ্য পুস্তকের ইংরেজি থেকে এর কিছুই শেখা হয় নি। সব শেখা হয়েছে লাইব্রেরিতে বই পড়ে এবং ভিডিও দেখে।
ইঞ্জিনিয়ারিং জীবনে যা কিছু শিখেছি তার কিছুই চাকরি জীবনে কাজে লাগে নি। কাজে লেগেছে SSC পরিক্ষার পর ৩০ টাকা দিয়ে এক মাস টাইপিং শিখেছিলাম সেটা।
আর দ্বীনের ব্যপারের যুক্তি তর্ক যা শিখেছি তার কোনোটা দিয়ে কোনো সোয়াব কামাই করতে পারি নি। এখন পর্যন্ত কাজে আসছে শুধু কোরআন শরিফ থেকে যতটুকু মুখস্ত করার তৌফিক আল্লাহ তায়ালা দিয়েছেন সেটা।
কে জানে, ছোট কাল থেকেই আরবী বই পড়তে পারলে হয়তো আরো বড় তর্কবাগিশ হতে পারতাম। জ্ঞানের দম্ভ দেখাতে পারতাম, যেগুলো আমার জন্য ক্ষতির কারন হতো।
আমল করার জন্য যথেস্ট ইলম আল্লহ তায়ালা সময় মতই দিয়ে দিয়েছেন।
যদি আমি অলসতা না করতাম।
- Comments:
- কমেন্টের জন্য ধন্যবাদ লাভলু ভাই। দোয়া করছি আল্লাহ তায়ালা যেন আপনাকে উনার প্রিয় বন্দাদের একজন করেন।