Post# 1458910838

25-Mar-2016 7:00 pm


সহি, জইফ, মওজু হাদিস কি সেটা আমরা জানি। এর বাইরে হাদিসের কিছু টার্ম কিতাবে অনেক ঘন ঘন দেখা যায়। এগুলোর মাঝের দুটোর অর্থ:
____
"মওকুফ" হাদিস:
কোনো সাহাবা কোনো কথা বলেছেন, কিন্তু উনি বলেন নি "আমি রাসুলুল্লাহ ﷺ থেকে শুনেছি"।

যেমন কোনো সাহাবা বলছেন "কিয়ামতের আগে দিয়ে এই হবে...."।
কিন্তু উনি বলেন নি "রাসুলুল্লাহ ﷺ বলেছেন কিয়ামতের আগে দিয়ে এই হবে..."

তবে এধরনের হাদিসকে বলা হয় "মওকুফ"। এটা ঐ সাহাবার কথা কিন্তু উনি রাসুলুল্লাহ ﷺ এর সাথে সরাসরি সম্পৃক্ত করে বলেন নি।

____
"মুরসাল" হাদিস:
যখন কোনো তাবেয়ি বলেছেন "রাসুলুল্লাহ ﷺ বলেছেন এই..."

এখন ঐ তাবেয়ি সরাসরি রাসুলুল্লাহ ﷺ থেকে হাদিসটা শুনেন নি। কারন শুনলে উনাকে তাবেয়ি বলা হতো না, সরাসরি সাহাবা বলা হতো। সেটা হয় নি।

কিন্তু কোনো কারনে উনি যে সাহাবী থেকে হাদিসটা শুনেছেন সে সাহাবীর নাম উল্লেখ করেন নি।

তাই এই হাদিস গুলোকে বলা হয় "মুরসাল" হাদিস।

    Comments:
  • সহি: শুদ্ধ, মানে যে যার কাছ থেকে শুনে বলেছে হাদিসটা সবাই সৎ বিশ্বস্ত। এবং যে যার থেকে থেকে শুনেছে তাদের সবার নামই এসেছে, কেউ বাদ নেই।

    যজিফ: উপরের সংগা মতে সহি না। কিছু একটা সমস্যা আছে।

    মওজু; এটা কোনো হাদিস না। অন্য কথা হাদিসের নামে প্রচার পেয়েছে।

  • *26 hours of exciting journey

25-Mar-2016 7:00 pm

Published
25-Mar-2016