ধনী লোকটা তার কাহিনী সত্য সত্য বলে। শেষ হলে কাজী জিজ্ঞাসা করে
- আর জোহা? তুমি কি বলবে?
জোহা বলে,
- তাকে জিজ্ঞাসা করেন সে কোনো দিন আমাকে এক দিরহামও দিয়েছিলো কিনা। আর সত্য হলো আমি আল্লাহর কাছে স্বর্ন মূদ্রা চেয়েছিলাম। আর উনি সুবহানাহুল করিম, আমাকে অনেক কিছু দিতে পারেন এবং কমও দিতে পারেন। এই লোক আমার কাছে যা দাবি করছে, সেটা বাতিল।