সোবহানাল্লাহ বলার সোয়াব আমরা জানি।
যদি একশ বার বলি?
তবে একশ গুন সোয়াব!
আচ্ছা, যদি একশত বার সোবহানাল্লাহ না পড়ে। আমি এক বারে বলি "একশত বার আমি বললাম সোবহানাল্লাহ, হে আল্লাহ।" তাহলে কি আমার একশ বার পড়ার সোয়াব হবে?
ফাকিবাজী? হুম। কে জানে? জানি না।
আর যদি বললামই, তবে "একশ বার" কেন বলবো? যদি বলি "এক লক্ষ বার", "এক কোটি বার?"
এর থেকে বড় সংখ্যা আছে? বলা যাবে?
আকাশের গ্যলাক্সির পরিমান? তারকার পরিমান?
একশ বিলিয়ন গ্যলাক্সি আছে আকাশে।
প্রতি গ্যলাক্সিতে একশ বিলিয়ন করে তারকা।
এর থেকেও বেশি? উনার সৃস্টির সংখ্যাক পরিমান? যা কিছু উনি সৃস্টি করেছেন মহাবিশ্বে?
হুম। আছে।
আছে?
এরকম উদাহরন হাদিস শরিফে আছে।
এক সাহাবী একবার রাসুলুল্লাহ ﷺ এর পেছনে নামাজ পড়ছিলেন। হাচি আসলো। উনি হাচি দেবার পর বললেন
الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ مُبَارَكًا عَلَيْهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى
"আলহামদুলিল্লাহ। এবং অনেক সংখ্যক হামদ, যত আমার রব ভালবাসেন ও চান।"
রাসুলুল্লাহ ﷺ নামাজ শেষ করে বললেন, আমি দেখেছি ৩১ জন ফিরিস্তা এর সোয়াব নিয়ে যাওয়ার জন্য এসে প্রতিযোগিতা আরম্ভ করেছে।
এই দোয়ার বিশেষত্ব কি?
যত সংখ্যাক আমার রব ভালোবাসেন। এই এক কথা দিয়ে সংখ্যাটাকে অনেক উচুতে তুলে দেয়া হয়েছে।
আর কিছু?
আছে।
রাসুলুল্লাহ ﷺ এক দিন ফজরের নামাজের জন্য বেরিয়ে প্রায় দুপুরের আগে ফিরে দেখেন উনার এক স্ত্রী রা: তখনও জায়নমাজে বসে তসবিহ পড়ছেন। রাসুলুল্লাহ ﷺ বললেন: তুমি সকাল থেকে এখন পর্যন্ত যত তসবিহ পড়েছো তার থেকে বেশি সোয়াব আমি পেয়েছি শুধু চারটা কথা পড়ে।
سبحان الله وبحمده عدد خلقه، ورضا نفسه، وزنة عرشه، ومداد كلماته
"সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি --
উনার সৃস্টির সংখ্যা পরিমান,
উনার সন্তুস্টির পরিমান,
উনার আরশের ওজনের পরিমান,
উনার কালিমার শক্তির পরিমান।" -- মুসলিম শরিফের হাদিস।
হুম।
গ্যলাক্সি আর তারকার সংখ্যা এখানে ফেইল।
আরশের ওজন কত?
যে বান্দার অন্তরে আল্লাহ তায়ালা যতটুকু বুঝ দিয়েছেন।
শেষ উদাহরন দিলাম, এটা
একবার রাসুলুল্লাহ ﷺ এক মহিলার বাসায় গিয়ে দেখেন উনি অনেক খেজুরের বিচি আর পাথর দিয়ে গুনে গুনে তসবিহ পড়ছেন।
রাসুলুল্লাহ ﷺ বললেন আমি তোমাকে এর থেকে সহজ কিন্তু এর থেকে বেশি সোযাবের জিনিস শিখিয়ে দিচ্ছি। তুমি বলবে
سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الأَرْضِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ بَيْنَ ذَلِكَ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ وَاللَّهُ أَكْبَرُ مِثْلُ ذَلِكَ وَالْحَمْدُ لِلَّهِ مِثْلُ ذَلِكَ . وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ مِثْلُ ذَلِكَ . وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ مِثْلُ ذَلِكَ
"সুবহানাল্লাহ, আকাশে যা কিছু সৃস্টি করেছেন তত বার
সুবহানাল্লাহ, পৃথিবীতে যা কিছু সৃস্টি করেছেন তত বার
সুবহানাল্লাহ, আকাশ ও পৃথিবীর মাঝে যা কিছু আছে তত বার
সুবহানাল্লাহ, যা কিছু সৃস্টি করা হচ্ছে তত বার।
আল্লাহু আকবার তত বার।
আলহামদুলিল্লাহ তত বার।
লা ইলাহা ইল্লাল্লাহ তত বার।
লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ তত বার।"
বান্দার এই অবস্থায় মাথা নিচু হয়ে আসে।
আল্লাহ তায়ালা আমাদের যতটুকু জানি ততটুকুর উপর আমল করার তৌফিক দিন।
- Comments:
- সিংগাপুর বাসীরা কোন দিন রোজা ঈদ পালন করে সেটা মিলিয়ে দেখতে হবে। শহরবাসীরা যে দিন পালন করে সেটাই ফাইনাল। ক্যলেন্ডার যাই বলুক।