Post# 1458574209

21-Mar-2016 9:30 pm


১২৫২৷ হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) বলেন:

এক বেদুঈন রাসুলুল্লাহ ﷺ এর কাছে এসে জিহাদে যাওয়ার অনুমতি চাইল৷ তিনি বললেন "তোমার পিতামাতা কি জীবিত?"

সে বললাে "হ্যাঁ৷"

তিনি বললেন, "তাহলে ঐ দুজনকে নিয়েই জিহাদ কর৷"

(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসায়ী)
______

১২৫৩৷ হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা) বলেন:

এক ব্যক্তি রাসুল ﷺ এর কাছে এসে বললাে, "আমি হিজরতের অংগীকার করার জন্য আপনার কাছে এসেছি এবং পিতামাতাকে কাঁদতে দেখে এসেছি৷"

রাসুল ﷺ বললেন, “তুমি তোমার মা-বাবার কাছে ফিরে যাও এবং তাদেরকে যেমন কাঁদিয়ে এসেছ, তেমনি তাদের মুখে হাসি ফুটাও।"

(আবু দাউদ)
_______
১২৫৪৷ হযরত আবু সাঈদ (বা) বলেন:

এক ব্যক্তি ইয়ামান থেকে হিজরত করে রাসুলুল্লাহ ﷺ এর কাছে এলো৷

রাসুল ﷺ জিজ্ঞেস করলেন, "ইয়ামানে কি তোমার কোন আপনজন আছে?"

সে বললো, "আমার পিতামাতা আছেন৷"

রাসুল ﷺ বললেন, “তারা কি তোমাকে এখানে আসার অনুমতি দিয়েছেন?"

সে বললো "না৷"

রাসুল ﷺ বললেন, "তাহলে তাদের কাছে ফিরে যাও এবং অনুমতি চাও৷ তারা অনুমতি দিলে জিহাদে এসো৷ নচেৎ তাদের সাথে সদাচরণ করতে থাকো৷"
_________

১২৫৫৷ হযরত আনাস (রা) বলেন:

এক ব্যক্তি রাসুল ﷺ এর কাছে এসে বললো, “আমি জিহাদে যেতে চাই কিন্তু আমার যে সামর্থ নেই”৷

রাসুল ﷺ বললেন, "তোমার মা-বাবা কেউ কি বেঁচে আছে?"

সে বললো, "আমার মা আছেন৷"

রাসুল ﷺ বললেন, "তুমি তোমার মায়ের সাথে সদাচরণের মধ্যে দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ কর৷ এটা করলেই তুমি হাজী, ওমরাকারী ও জিহাদকারীরুপে গণ্য হয়ে যাবে৷"

(তাবরানী, আবু ইয়ালা)
______

১২৫৬৷ হযরত তালহা বিন মুয়াবিয়া সালামী (রা) বলেন:

আমি রাসুল ﷺ এর কাছে এসে বললাম, "ইয়া রাসুলুল্লাহ, আমি আল্লাহর পথে জিহাদ করতে চাই৷"

তিনি বললেন, "তোমার মা কি জীবিত?"

আমি বললাম, "জী৷"

রাসুলুল্লাহ ﷺ বললেন, "তার পায়ের কাছে সব সময় বসে থাকো। কেননা ওখানেই জান্নাত রয়েছে৷"

(তাবরানী)
_____
সবগুলো হাদিস এবং নম্বরগুলো "আত-তারগীব ওয়াত তারহীব" থেকে নেয়া।

    Comments:
  • ফাকা হুমকি। পেছনে কোনো কারন নেই। বিএনপির মানুষ হিসাবে বলছি।
  • স্বরে পরিবর্তন আগেও অনেকবার হয়েছে। নতুন কিছু না। এবং নতুন কিছু নেই। সরকার বলার অনুমতি দিয়েছে তাই গলা একটু উচু করেছে।
  • শুধু হাদিস কোট করেছি। নিজের, বা লিখকের বা কোনো অনুবাদকের কোনো কমেন্ট দেই নি।

21-Mar-2016 9:30 pm

Published
21-Mar-2016