আমি নিরপেক্ষ না,
আমি মুসলিমদের পক্ষে। সে মুসলিম যে দেশের বর্ডারে থাকুক না কেন।
যতক্ষন তারা তাওহিদের সাক্ষ্য দেয় আর নামাজ পড়ে ততক্ষন আমি তাদের পক্ষে।
যদি মুসলিম আর অমুসলিমদের মাঝে দ্বন্ধে দোষটা মুসলিমদের হয়?
তবুও আমি মুসলিমদের পক্ষে।
ন্যয়বিচার তাহলে কোথায়?
আমি ন্যয়-অন্যায় বিচার করি ইসলাম কোনটাকে ন্যয় বলে আর কোনটাকে অন্যায় বলে সেটা দিয়ে। ইসলামকে বাদ দিয়ে নিউট্রাল বা এথিক্যল কোনো পজিশনে দাড়িয়ে না।
আমি নিরপেক্ষ না।