৮০র দশকে পড়তাম মতিঝিল আইডিয়াল স্কুল। এর পাশেই ছিলো মতিঝিল মডেল। দুটো স্কুলের ড্রেস এক রকম ছিলো। নীল ফুলপেন্ট আর সাদা শার্ট। মাথায় টুপি, বাধ্যতামূলক।
দুই স্কুলেই। তাই ড্রেস দেখে বুঝা যেতো না কে কোন স্কুলের।
আমাদের স্কুলে ক্লাস চলা কালে সবার মাথায় টুপি থাকতে হতো। স্যর ঢুকে জিজ্ঞাসা করতেন,
- এই তোমার মাথায় টুপি কোথায়?
- সে হিন্দু স্যার
বাকি সবাই সমস্বরে জবাব দিতাম।
এর পর স্যার ১৫ মিনিট ধরে লেকচার দিতেন কেন হিন্দুরাও টুপি পড়তে পারে।
- গান্ধিটুপি হিন্দুরাও পড়ে। সব কিছু ঢাকলাম, কিন্তু মাথা খুলা রাখবো এটা নেচারেল না।
এসব।
ক্লাসের ফার্স্ট বয় ছিলো হিন্দু। একদিন দেখলাম ধমক খেয়ে সেও গান্ধি টুপি পড়ে এসেছে।
আমার কাছে স্যারদের কাজটা একটু বাড়া বাড়ি মনে হয়েছিলো।
____
আজ ৩০ বছর পর। খবরে প্রকাশ মতিঝিল মডেলে মেয়েদের হিজাব পড়া নিষেধ। যে স্কুলে কিনা এক সময় ছেলেরা টুপি পড়ে যেতো।
وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ
"এই ভাবে আমি দিনগুলোকে মানুষের মাঝে ঘুরাতে থাকি।"
বিজয়-পরাজয় কখনো হিন্দুদের কাছে যাবে কখনো মুসলিমদের। এটাই আল্লাহর নিয়ম।
এখন হিন্দুদের সময়।
- Comments:
- মত পার্থক্য থাকবে।
btw: আপনার ওখানে বোধ হয় এখন রাত ৪ টা। এখনো জেগে আছেন?