Post# 1458405799

19-Mar-2016 10:43 pm


বুয়ায়তী এক দরবেশকে জিজ্ঞেস করলেন "তুমি কি মৃত্যুকে ভালোবাসো?"

দরবেশ চুপ থাকলেন।

তিনি বললেন "তুমি সত্যিকার দরবেশ হলে মৃত্যুকে প্রিয় মনে করতে৷"

এরপর তিনি এই আয়াত পাঠ করলেন: ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন [সুরা বাকারা] অর্থাৎ, তোমরা মৃত্যু কামনা কর যদি সত্যবাদী হয়ে থাক৷

দররেশ বললেন, "এক হাদীসে তো রসুলুল্লাহ ﷺ মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন?"

বুয়ায়তী বললেন, "এই নিষেধাজ্ঞা তখন, যখন বান্দার উপর কোন মুসীবত নাযিল হয়৷"

- এহইয়াউ উলুমুদ্দিন।

19-Mar-2016 10:43 pm

Published
19-Mar-2016