Post# 1458375071

19-Mar-2016 2:11 pm


হযরত আয়শা রা: কে কেহ জিজ্ঞাসা করলেন রাসুলুল্লাহ ﷺ তাহাজ্জুদের নামাজে স্বশব্দে কিরাত পড়তেন নাকি নিঃশব্দে?

উনি জবাব দিলেন, কখনো স্বশব্দে পড়তেন আবার কখনো নিঃশব্দে।

- এহইয়াউ উলুমুদ্দিন।

    Comments:
  • কতটুকু ইলম শিখলে একজন আলেম হয় সেটা একটা প্রশ্ন।
    এবং কতটুকু ইঞ্জিনিয়ারিং শিখলে একজনকে ইঞ্জিনিয়ার বলা যায় সেটাও প্রশ্ন।

    এই ডেফিনিশনটা ঠিক করতে না পারলে, ওয়াজ করতে পারলেই একজন নিজেকে আলেম দাবি করতে পারে, আর গাড়ি ঠিক করতে পারলেই নিজেকে ইঞ্জিনিয়ার দাবি করতে পারে।

19-Mar-2016 2:11 pm

Published
19-Mar-2016