আবেগ:
মুমিনের অন্তরে অবেগের অভাব হয় না। আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর রাসুলের প্রতি ভালোবাসা তার অন্তরকে সিক্ত রাখে।
ইস্তেগফার তার অন্তরকে পরিস্কার করে।
কোরআন তিলওয়াত তার অন্তরকে কাদায়।
একজন সেকুলারের জন্য জিনিষটা কিছু ভিন্ন। তার কোরআন নেই। স্রস্টা কনসেপটাও তার কাছে স্বত্বসিদ্ধ না।
তাই সে আবেগ খুজে কবিতার মাঝে। অন্তরের শান্তি খুজে গানে।
রবিন্দ্রনাথের মর্যাদা তার কাছে ঐ রকম যেমন মুমিনরা