Post# 1457881615

13-Mar-2016 9:06 pm


"চলেন নতুন দল করি"

(লিখেছেন সাইমুম সাদী ভাই)

'চলেন বাংলাদেশে একটা নতুন দল করি। আপনি থাকলে আমি কাজ শুরু করে দিব।'

একটি এরাবিয়ান ফুড শপে বসে বাত চিত করার এক পর্যায়ে তিনি এই কথা বললেন। আমি এসির মধ্যেও কথাটা শুনে ঘামতে লাগলাম। তার মুখের দিকে তাকিয়ে রইলাম চুপচাপ।

বললেন, চিন্তা করছেন কিসের? আপনার কি লজ্জা করেনা?

বললাম, লজ্জা? এটাও যে বুঝেন জেনে প্রীত হইলাম।

আপনাদের কর্মী ছিল ওই যে ইরান নাকি তুরান কি যেন নাম। সে এখন বিশ দলীয় জোটের শীর্ষ নেতা। আর আপনি এখনো রাস্তায় রাস্তায় ঘুরেন।

ইয়েস। এটা তো জিয়াদা শরমিন্দা কি বাত।

শরমিন্দা মানে? সে প্রথমে নিজে একটা দল করল। তারপর বিশ দলীয় জোটে জয়েন করল। এখন শীর্ষ নেতা।

তাহলে এখন আমাকে কি করতে বলছেন?

আপনি আমি মিলে প্রথমে একটা দল করব। দলের মূলনীতিতে জাতিয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, ইসলামী মুল্যবোধ, সমাজতন্ত্র সব থাকবে।

তারপর?

তারপর সুযোগ বুঝে যে কোন জোটে কল্লা ঢুকাইব?।

কল্লা ঢুকাইব? এটা কেমন কথা।

আরে ভাই যোগ দিব। তারপর পত্রিকায়, টেলিভিশনে সাক্ষাতকার প্রচার করব, টকশো করব।

তারপর?

তারপর সুযোগ বুঝে কোপ মারব আর মাল কামাব।

দারুন প্ল্যান। কিন্তু আপনি তো বলেছিলেন, ইসলামী আন্দোলন মানে ত্যাগ ও কুরবানি। এখন এসব কি বলছেন?

আপনি আসলেই বোকা। কি বলেছি না বলেছি এসব কি আর মনে আছে? একটা নতুন ইসলামী দল করেন বুঝতে পারবেন।

কিন্তু আমাকে বলেন, দেশে বান্দরের কি অভাব পড়ে গেছে? এখন নতুন ভাবে কোন ধরনের ভাড়ামি দেখাবেন?

ধুর মিয়া আপনে একটা বাজে মানুষ। আপনার সাথে সময় দেয়াটাই বৃথা।

ভাইজান রাগ করে খাবারের বিল না দিয়েই সার্কাসের হাতির মত হেলে দুলে চলে গেলেন।

ভাবছি, আমি আসলেই বোকা। নাহলে এই বিল দেয়ার দায়িত্ব এখন আমার কাধে চাপত না। এত টাকা এখন কোথায় পাব আমি?

    Comments:
  • প্রশ্ন হলো গদিতে কে যাবে? কারন কেন্ডিডেট তো অনেক। এবং এদের মাঝে যে কোনো একজন গেলে যারা নিজেদেরকে উনার থেকে উত্তম মনে করে তারা মানবে কেন?

    তখন ব্যক-টু-আন্দোলন।

13-Mar-2016 9:06 pm

Published
13-Mar-2016