#পথহারা
বহু পথ পাড়ি দিয়ে এসেছে মুসাফির
শুধু পথের খোজে।
দাড়ি সাদা হয়ে গিয়েছে
চোখের জ্যতি ক্ষিন হয়ে এসেছে।
কাধ বাকা হয়েছে,
লাঠিতে ভর দিয়েছে,
শুধু পথের খোজে।
রাস্তা শেষে হয়ে এসেছে,
দিগন্তে সূর্য ডুবে যাচ্ছে।
পথের শেষ প্রান্তে দাড়িয়ে
সে বৃদ্ধ আজও চিন্তে করছে:
সে কি তার গন্তব্যে পৌছেছে?
নাকি এখনো সে পথ হারা?